চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরির নতুন সিনেমা ‘রিকশা গার্ল’ ছবির শুটিং শুরু হয়েছে। বুধবার থেকে রাজশাহীর বিভিন্ন লোকেশনে এর শুটিং করা হচ্ছে। রাজশাহীর পর ঢাকায় সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা নিজেই।
দীর্ঘদিন ধরে ছবির গল্প, চরিত্র ও শুটিং লোকেশন নিয়ে কাজ করছেন নির্মাতা। সবকিছু গুছিয়েই ফাইনালি কাজে নামলেন তিনি। টানা দুই মাস শুটিং করা হবে বলে জানান অমিতাভ রেজা। নাইমা নামের একজন মেয়েকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমার প্লট। পরিবারের পাশে দাঁড়ানোর জন্য অসুস্থ বাবার রিকশা নিয়ে পুরুষ বেশে রাস্তায় বের হয় নাইমা। তাঁর জীবন সংগ্রামের চিত্র তুলে ধরে নারীর ক্ষমতায়নের প্রেক্ষাপট নির্মাণ হবে এ সিনেমায়। এ ছবিতে ঐতিহ্যবাহী রিকশা পেইন্টিং তুলে আনা হবে।
ছবিটির অভিনয়শিল্পীদের নাম এখনই প্রকাশ না করলেও অতিথি শিল্পী হিসেবে শাকিব খান অভিনয় করছেন এ বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরি।
ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের কিশোর সাহিত্য রিকশা গার্ল অবলম্বনে নির্মাণ হচ্ছে ছবিটি। ছবির চিত্রনাট্য করেছেন নাফিজ আমিন ও শর্বরী জোহরা আহমেদ। এর আগে অমিতাভ রেজা নির্মাণ করেন আয়নাবাজি। ছবিটি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছায়।