আট বছর পর ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রপরিচালক জাকির হোসেন রাজু। সিনেমার নাম ‘আগুন’। এই ছবির মাধ্যমে প্রায় দেড় বছর পর নির্মাণ শুরু করছেন তিনি। তার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি ছিলো ‘ভালো থেকো’।
এর আগে জাকির হোসেন রাজু শাকিব খানকে নিয়ে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ ও ‘মনে প্রাণে আছ তুমি’র মতো সুপারহিট চলচ্চিত্র নির্মাণ করেন। এছাড়াও নির্মান করেন ‘স্বামীর সংসার’, ‘আমার প্রাণের প্রিয়া’, ‘মা আমার স্বর্গ’ ও সর্বশেষ ‘মনের ঘরে বসত করে’।
সিনেমার বিষয়টি নিশ্চিত করে জাকির হোসেন রাজু বলেন, ‘এর আগে শাকিব খানকে নিয়ে ছয়টি সিনেমা নির্মাণ করেছি। ইচ্ছা থাকলেও দীর্ঘদিন তাকে নিয়ে কাজ করা হয়নি। এবার একসঙ্গে আমার দু’টি সিনেমায় শাকিব অভিনয় করছেন। একটি ছবির নাম ‘আগুন’। সম্প্রতি পরিচালক সমিতিতে এই নামটি নিবন্ধন করেছি। অন্যটির নাম এখনো ঠিক করেনি। তাছাড়া সপ্তাহখানেক আগে শাকিব খানকেও অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করিয়েছি।’
সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে কলকাতার অভিনেত্রী নুসরাতকে দিয়ে অভিনয় করানোর ইচ্ছে আছে বলে জানিয়েছেন নির্মাতা। কয়েক দিনের মধ্যে বিষয়টি নিশ্চিত হবে বলেও জানান তিনি। এপ্রিলেই ‘আগুন’র মহরত করা হবে।
সিনেমার কাহিনীকার আবদুল্লাহ জহির বাবু। দেশ বাংলা মাল্টিমিডিয়া ছবিটি প্রযোজনা করছে।