নিজস্ব প্রতিবেদক :
বেসরকারি চ্যানেল চ্যানেল আইতে আয়োজিত শিশুদের গানের রিয়েলিটি শো ‘গানের রাজা’র চ্যাম্পিয়ান হলেন খুলনার মিষ্টি মেয়ে ফাইরুজ লাবিবা। ফার্স্ট রানারআপ নেত্রকোনার ছেলে মো. শফিকুল ইসলাম এবং সেকেন্ড রানারআপ হলেন ময়মনসিংহের কন্যা সিঁথি সরকার।
শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মহোৎসবের চূড়ান্ত পর্বের আয়োজন অনুষ্ঠিত হয়। সঙ্গীতের এই মহোৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ, সাবেক সংস্কৃতি মন্ত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, এসিআই’র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর, চ্যানেল আইয়ের পরিচালক মুকিত মজুমদার বাবুসহ দেশের সঙ্গীতাঙ্গগণের অনেকেই।
৬ মাস আগে শুরু হওয়া এই রিয়েলিটি শো’র পুরো আয়োজন জুড়ে প্রধান দুই বিচারক হিসেবে ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল ও সোমনূর মনির কোনাল। গ্র্যান্ড ফিনালের এই মহোৎসবে অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশের গুনী সঙ্গীতিশিল্পী রুনা লায়লা।
চ্যানেল আই ‘গানের রাজা’র চ্যাম্পিয়ান লাবিবা, ফার্স্ট রানারআপ শফিকুল ও সেকেন্ড রানারআপ সিঁথি
প্রতিযোগিতার অপর দুই শীর্ষ প্রতিযোগীরা হলেন চাঁপাইনবাবগঞ্জের মিষ্টি মেয়ে মেফতাহুর জান্নাত লরা ও পাহাড়ী কন্যা রাঙামাটির পনি চাকমা।
শিশুদের এই মহোৎসব মঞ্চে বিশেষ চমক ছিলো চিত্রনায়িকা পূর্ণিমা, পরীমনি ও চিত্রনায়ক জিয়াউল রোশানের অন্যবদ্ধ মনোমুগ্ধকর পরিবেশনা।
অনুষ্ঠানে ৫ ফাইনালিস্টের সাথে গান পরিবেশন করেন সঙ্গীতশিল্পী তপন চৌধুরী, এস আই টুটুল, ডলি সায়ন্তনী, আগুন ও তপু।
চ্যানেল আই ‘গানের রাজা’র চ্যাম্পিয়ান লাবিবা পুরস্কার হিসেবে পেয়েছে ৫ লাখ টাকা। ফার্স্ট রানার্সআপ মো. শফিকুল ইসলাম ৩ লাখ এবং সেকেন্ড রানার্সআপ সিঁথি পেয়েছেন ২ লাখ টাকা। এছাড়া তাদের জন্য ছিলো আরও অনেক উপহার।
মহোৎসব অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার টয়া এবং শিশুশিল্পী সাহির।