নিজস্ব প্রতিবেদক :
হালের টেলিভিশন নাটকের পরিচিত মুখ মিষ্টি মেয়ে খ্যাত মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তিনি নিজের মেধা ও সৌন্দর্য দিয়ে শো-বিজে নিজের অবস্থান শীর্ষে তুলে ধরেছেন। ২০১৮ সালে মিজানুর রহমান আরিয়ানের নির্মিত নাটক ‘বড় ছেলে’-তে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলে মেহজাবীন। ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার বিজয়ী মেহজাবীনের জন্মদিন আজ।
১৯৯১ সালের ১৯ এপ্রিল চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তিনি। কালচারাল ইয়ার্ড পরিবারের পক্ষ থেকে মিষ্টি মেয়ের জন্মদিনে রইলো অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিংয়ে পড়াশুনা করেছেন মেহজাবীন চৌধুরী। লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর মেহজাবীন অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’।
বুকের বাঁ পাশে, ম্যাজিক অব লাভ, ফার্স্ট লাভ, ফান, ভাই প্রচুর দাওয়াত খায়, গল্পটা সুন্দর, এই শহরে, প্রতিদিন, শিফ্ট, টম এন্ড জেরী, নয়না, অপেক্ষার ফটোগ্রাফি, চেনা হয়ে যায় অচেনা, মনের মত মন, দরজা খোলা ছিল, ভুল ঠিকানায় যাত্রা, ফিল্ম মানিয়া, বড় ছেলেসহ জনপ্রিয় বহু একক নাটকে অভিনয় করেছেন তিনি।
ধান্দা, ইউনিভার্সিটি, অ্যাবনরমালসহ বেশ কয়েকটি ধারাবাহিক নাটকেও অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী।
এছাড়া বাংলালিংক, লাক্স, এলিট গোল্ড মেহেদী, রানী গুড়া মসলা, ওমেরা এলপিজিসহ জনপ্রিয় বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি।
২০১২ সালে সেরা মডেল হিসেবে বাচসাস অ্যাওয়ার্ড লাভ করে মেহজাবিন। ২০১৮ সালে ‘বড় ছেলে’ এবং ২০১৯ সালে ‘বুকের বাঁ পাশে’ নাটকের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার পান তিনি। ‘এই শহরে ভালোবাসা নেই’ নাটকের জন্য ২০১৯ সালে পান আরটিভি স্টার অ্যাওয়ার্ড।