গ্লামার কন্যা নুসরাত ফারিয়াকে নিয়ে ঢাকা অ্যাটাক খ্যাত পরিচালক দীপংকর দীপন নির্মাণ করছেন সিনেমা। তবে জানা যায়নি ছবির নাম। তবে নুসরাত ফারিয়া এ ছবিতে অভিনয় করবেন বলে নিশ্চিত করেছেন পরিচালক। আগামী জুনে ছবিটির শুটিং শুরু করা হতে পারে বলেও পরিচালক জানিয়েছেন।
দীপংকর দীপন জানান, এখনও ছবির নাম এখনো ঠিক হয়নি। তবে ছবিটিতে নুসরাত ফারিয়া অভিনয় করবেন। গত সোমবার রাতে ফারিয়া এ ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তবে ছবির নায়ক হিসেবে এখনও কারও নাম বলেননি পরিচালক।
নুসরাত ফারিয়া জানান, মাস তিনেক আগে থেকেই এই ছবিতে কাজ করার বিষয়ে পরিচালকের সঙ্গে কথা চলছিল। গত সোমবার রাতে ফাইনালি চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
এ সিনেমায় নুসরাত ফারিয়াকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীর চরিত্রে দেখা যাবে। ছবিটি দুর্দান্ত থ্রিলার ও অ্যাকশন দিয়ে সাজানো। ছবিটির গল্প একটু ভিন্নধারায় প্রবাহিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নুসরাত ফারিয়া ছবিটির শুটিংয়ের জন্য ১০ জুন থেকে টানা ২৫ দিনের শিডিউল দিয়েছেন। এ মাসেই সংবাদ সম্মেলন করে চলচ্চিত্রটি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।