নিজস্ব প্রতিবেদক :
সব বাধা পেরিয়ে আগামী ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা ইয়ামিন হক ববি’র সিনেমা ‘নোলক’। ইতোমধ্যেই ছবিটি বিনা কর্তনে সেন্সর লাভ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ‘নোলক’র প্রযোজক সাকিব ইরতিজা চৌধুরী সনেট।
গতকাল সোমবার বিকালে সিনেমাটির সেন্সর শো অনুষ্ঠিত হয়। নানা জটিলতার পর সেন্সর পাওয়া প্রসঙ্গে প্রযোজক সনেট বলেন, ‘ছবিটির বিরুদ্ধে সেন্সর বোর্ডে যে সব অভিযোগ দেওয়া হয়েছিল, সে বিষয়ে কথা বলার জন্য আমাকে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান ডেকেছিলেন। আমি গিয়েছি, তার সঙ্গে বিষয়গুলো নিয়ে সরাসরি কথা বলেছি। অভিযোগের প্রেক্ষিতে আমার কাছে যে সব প্রমাণ ও যুক্তি ছিলো, আমি সেগুলো উপস্থাপন করেছি। তারপরই ছবিটি সেন্সর শো-এর জন্য অনুমতি পায় এবং বিনা কর্তনে আমরা সেন্সর ছাড়পত্র পাই।’
এ প্রসঙ্গে সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু বলেন, ‘সিনেমাটির নির্মাতা কে, সেটা সেন্সর বোর্ডের দেখার বিষয় না। সে বিষয়ে কী সমাধান হয়েছে বা হবে তা সেন্সর বোর্ডের এখতিয়ারে নেই। চলচ্চিত্রটির সেন্সর শো হয়েছে, ছাড়পত্র পেয়েছে। এটুকুই আসল বিষয়।’
‘নোলক’র শুটিং শুরু হয়েছিলো ২০১৭ সালের ১ ডিসেম্বর ভারতের হায়দরাবাদে। টানা ২৮ দিন শুটিং শেষে দেশের ফিরেন পরিচালক রাশেদ রাহাসহ পুরো ইউনিট। এরপর পরিচালক ও প্রযোজকের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। থেমে যায় পরবর্তী লটের শুটিং।
পরিচালক ও প্রযোজক দু’জনই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলেন। এমনকি থানা পর্যন্তও গড়ায় বিষয়টি। পরে পরিচালক রাশেদ রাহাকে সরিয়ে দিয়ে পরিচালকের ভূমিকায় আসেন প্রযোজক নিজেই।পরবর্তীতে প্রযোজকের উদ্যোগে ২০১৮ সালের ২২ জুলাই ফের কলকাতায় ছবির শুটিং শুরু হয়।
পরিচালক রাশেদ রাহার অভিযোগ ছিলো, ‘নোলক’র অধিকাংশ কাজ শেষ করার পর প্রযোজক তাকে সিনেমা থেকে বাদ দিয়ে নিজে এ ভূমিকায় এসেছেন। বিষয়টি নিয়ে চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক সমিতিতেও লিখিত অভিযোগ করেন রাশেদ।
অপরদিকে প্রযোজক দাবি করেন, পরিচালক কাজে অপেশাদার ও অমনোযোগী। ফলে সময় মতো কাজ শেষ করতে তিনি ব্যর্থ। তাই তাকে সরিয়ে দেওয়া হয়েছে।
শাকিব-ববির পাশাপাশি ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ওমর সানী, তারিক আনাম খান, ভারতের রজতাভ দত্ত, সুপ্রিয় দত্তসহ আরও অনেকেই।
সিনেমাটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান প্রযোজক সাকিব ইরতিজা চৌধুরী সনেট।