না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা আনিসুর রহমান আনিস। বোরবার রাত এগারোটার দিকে রাজধানী ঢাকার টিকাটুলীস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিলো ৭৮ বছর। কিংবদন্তী এই কৌতুক অভিনেতার মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে কালচারাল ইয়ার্ড পরিবার।
মরহুমের জামাতা মোহাম্মদ আলাউদ্দিন শিমুল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাতে নামাজ পড়ে ঘুমাতে গিয়েছিলেন বাবা (শ্বশুর)। ওখানেই তার স্ট্রোক হয়।’
আনিসের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয় টিকাটুলী জামে মসজিদে। এরপর তাকে গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়া থানার বল্লবপুর গ্রামে নিয়ে যাওয়ার হবে। সেখানে আসরের নামাজের পর তাকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
চিত্রসম্পাদক হিসেবে চলচ্চিত্র জগতে পা রাখেন আনিসুর রহমান। সহকারী পরিচালক ও সহকারী সম্পাদক হিসেবেও কাজ করেছেন তিনি। ১৯৬০ সালে বিষকন্যা সিনেমার মাধ্যমে অভিনয়ের যাত্রা শুরু করলেও মুক্তি পায়নি ছবিটি। ১৯৬৩ সালে তার অভিনীতি প্রথম ছবি মুক্তি পায়। ছবির নাম ‘এইতো জীবন’। এরপর প্রায় চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।
বাংলাদেশ টেলিভিশনের সূচনালগ্ন থেকে তিনি অভিনয় করেছেন। নবাব সিরাজদ্দৌলা নাটকে গোলাম হোসেন চরিত্রে অভিনয় করে তিনি মঞ্চে ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন। এছাড়াও অভিনয় করেছেন অসংখ্য রেডিও ও টিভি নাটকে।
১৯৬৫ সালে খালাতো বোন কুলসুম আরা বেগমকে বিয়ে করে পারিবারিক জীবন শুরু করেন আনিস। এই দম্পত্তি দুই সন্তান যথাক্রমে ফারহা দীবা ও ফাতেমা রহমান রিমি।