সময়ের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি রায় এবার মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ফল প্রকাশের পর গণমাধ্যমে তিনি জানান, ৪.৩৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। কিন্তু এক অনুসন্ধানে বেরিয়ে এসেছে তিনি পেয়েছেন জিপিএ ৩.৩৩। পরে অবশ্য তিনি তার ফেইসবুকে এ বিষয়ে দু:খ প্রকাশ করে বিষয়টির জন্য ভুল তথ্যকে দায়ি করেন।
রাজধানীর মগবাজার গার্লস হাইস্কুলের বাণিজ্য বিভাগ থেকে এবার মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছেন পূজা চেরি। রেজাল্ট পাওয়ার পর সোমবার দুপুরে তিনি জানান, ৪.৩৩ পেয়ে এ গ্রেডে উত্তীর্ণ হয়েছেন তিনি।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, শুটিংয়ের পরও পরীক্ষা দিতে পেরেছি, তাই এই ফলে আমি দারুণ খুশি। কিন্তু এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার রেজাল্ট নিয়ে আলোচনা সমালোচনা তৈরি হয়। মাধ্যমিক বোর্ড থেকে অনলাইনে দেওয়া তাঁর রেজাল্ট ফেসবুকে পোস্ট করে অনেকে বলেন পূজা ভুল তথ্য দিয়েছেন। তিনি ৪.৩৩ নয়, পেয়েছেন ৩.৩৩।
পূজার রোল নম্বর, বোর্ড ও পরীক্ষার সাল লিখে ১৬২২২ নাম্বারে বার্তা পাঠিয়েও এর সত্যতা জানা গেছে। পূজা রায় চেরি মূলত জিপিএ ৩.৩৩ পেয়েছেন।
তবে পরবর্তীতে বিষয়টি নিয়ে পূজা একটি ফেইসবুক স্টাট্যাসে লিখেন, ‘আসলে আমি দুঃখিত। আমাকে ভুল তথ্য দেওয়া হয়েছি। তখন এডমিড কার্ড হাতে না থাকার কারনে আমি নিজে জানতে পারি নি। আসলে আমাকে যে তথ্যটি দিয়েছে সে নিজে আমাকে বলেছে আই এম সরি। আমি আসলে কাওকে ইচ্ছা করে ভুল তথ্য দিতে চাই নি। এখন আমি নিজেই দেখছি। আমি এতেও খুশি। আসলে আমি হঠাৎ ঘাবরে গিয়েছিলাম এবং ভাবছিলাম যতক্ষন পর্যন্ত আমি নিয়ে সিওর না হবো ততক্ষন আমি কিছু বলবো না।’
সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি লিখেন, ‘আমার সব সাংবাদিক ভাইরা, আমি আসলেই দুঃখিত। এতটুকুর জন্য আমি ভাবলাম আমার ভক্তরা এবং সকল সাংবাদিক ভাইরা আমার উপর অসন্তুষ্ট। আপনাদের ভালোবাসা এবং সাপোর্টই আমার কাছে বড়। আপনারা আছেন বলেই আজ আমি পুজা চেরী। যারা এরকম নিউজ করছেন তাদের কাছে আমি অনুরোধ করছি।
আমি অত্যন্ত দুঃখিত। আপনারা আমার উপর আর্শিবাদ রাখবেন যাতে আমি পরবর্তিতে আরো ভালো করতে পারি। এটাই আমার চাওয়া।’
পূজা চেরি ইতোমধ্যে নুরজাহান, পোড়ামন-২ ও দহন সিনেমায় অভিনয় করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন।