‘সোনা বন্ধু’ ও ‘অন্ধকার জগত’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় চিত্রনায়ক হিসেবে আবির্ভাব হয় ছোট পর্দার জনপ্রিয় মুখ ডিএ তায়েবের। এবার ৩য় সিনেমা নিয়ে হাজির হচ্ছে তিনি। চলচ্চিত্রের নাম ‘আমার মা’।
এসজি প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই ছবিটি পরিচালনা করবেন সময়ের আলোচিত উপস্থাপক, অভিনেতা ও পরিচালক শাহরিয়ার নাজিম জয়। সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রেও তাকে দেখা যাবে বলে জানা গেছে।
‘আমার মা’ সিনেমার মাধ্যমে ঢাকাই ছবিতে অভিষেক হতে যাচ্ছে ডিএ তায়েবের কন্যা টুনটুনির। সেখানে তাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।
এছাড়া ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী আনোয়ারা, দীপা খন্দকার, কল্যাণ কোরাইয়াসহ আরও অনেকে।
জানা গেছে, ছবিতে মা নিয়ে একাধিক গান থাকবে। পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ গানগুলো লিখবেন। ইতোমধ্যেই ডিআইজি হাবিবুর রহমান ছবির শুভ সূচনা করেন।
‘আমার মা’ সম্পর্কে পরিচালক শাহরিয়ার নাজিম জয় বলেন, ‘এটি কোনো নায়ক-নায়িকা নির্ভর ছবি নয়। প্রধান চরিত্র হচ্ছে একজন দাদীর। যাকে ঘিরে ছেলে ও নাতনী চমৎকার একটি কাহিনী দেখানো হবে। ডিএ তায়েব ভাই সেখানে বাড়তি চমক যোগ করবেন। এই ছবিতে তিনি পুরোপুরি নতুন রুপে আসবেন।’
শুটিং বিষয়ে জানতে চাইলে জয় জানান, আগামী ১৪ মে থেকে ঢাকায় ‘আমার মা’ ছবির শুটিং শুরু হবে। একটানা শুটিংয়ের মাধ্যমে কাজ শেষ করতে চাই।
সিনেমাটি সম্পর্কে চিত্রনায়ক ডিএ তায়েব জানান, মা, ছেলে ও একজন নাতনীর বন্ধনের গল্প নিয়ে এই ‘আমার মা’ ছবি। এ ছবির গল্প ও চিত্রনাট্য করছেন জয় নিজেই। এ গল্প মানুষকে কাঁদাবে, পারিবারিক বন্ধন আরও মজবুত করবে।