গত ৩০ মার্চ শেষবারের মতো গান গেয়েছিলেন সদ্যপ্রয়াত বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দী। মগবাজারের স্টুডিও ডি স্টেশনে বঙ্গবন্ধুকে নিয়ে একটি গানে কন্ঠ দেন তিনি। ‘এখন কেমন আছে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়িটি, এখন কোথায় আছে বঙ্গবন্ধুর কালো ফ্রেমের চশমাটি, এখন কোথায় আছে বঙ্গবন্ধুর সেই ইজি চেয়ারটি, এখন কোথায় আছে শেখ রাসেলের সেই ছবিটি’- এমন কথার সেই গানটি প্রকাশিত হয়েছে।
সম্প্রতি গীতিকার সুজন হাজংয়ের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এসএইচ গ্লোবাল টিভিতে গানটি প্রকাশিত হয়। সুমন কল্যাণের সঙ্গীতায়োজনে গানটি লিখেছেন সুজন হাজং। গানটির সুর করেছেন যাদু রিছিল।
এ বিষয়ে সুজন হাজং বলেন, ‘সুবীর নন্দী এই গানটি গাইতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। স্মৃতিকাতর হয়ে তিনি বলেছিলেন, ‘মনে হয় চোখের সামনেই ভেসে উঠছে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়ি, তার মোটা কালো ফ্রেমের চশমা, সেই ইজি চেয়ার এবং শেখ রাসেলের ছবিটি।’
সুজন আরও জানান, ‘বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির’ অ্যালবামে সার্কভুক্ত ছয়টি দেশের আটজন শিল্পীর কণ্ঠে সুবীর নন্দীর এ গানটি সংযোজন করার কথা থাকলেও তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আগেই গানটি ইউটিউবে প্রকাশ করা হলো।