বড়পর্দা ও ছোটপর্দার দুই জনপ্রিয় অভিনয়শিল্পী জাহিদ হাসান ও নুসরাত ইমরোজ তিশা। আসন্ন ঈদ উপলক্ষে সাত পর্বের একটি বিশেষ ধারাবাহিক নাটকে জুঁটি বেঁধেছেন তারা। নাটকের নাম ‘সৌদি গোলাপ’।
বৃন্দাবন দাসের রচনায় নাটকটি নির্মাণ করছেন জনপ্রিয় নির্মাতা সাগর জাহান। ইতোমধ্যেই পুবাইলে নাটকটির শূটিং শুরু হয়েছে।
জাহিদ হাসান-তিশা ছাড়া নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সাজু খাদেম, প্রাণ রায়, আরফান আহমেদ, শাহানাজ খুশিসহ আরও অনেকে।
গল্পে দেখা যাবে, গোলাপ হোসেন-কৈশোর উত্তীর্ণ যৌবনে প্রবেশের সময়ই তার বাবার অকাল মৃত্যু ঘটে। মা এবং ছোট দুই ভাই বোনের কথা ভেবে কর্মক্ষেত্রে প্রবেশ করে গোলাপ। এলাকার এক সৌদি প্রবাসীর পরামর্শে কয়েকমাস গাড়ী চালানোর ট্রেনিং নিয়ে, পিতার সামান্য জমি বিক্রি করে সৌদি আরবে পাড়ী জমায় গোলাপ। এলাকায় গোলাপ নামে একাধিক ব্যক্তি থাকায় এক সময় তার নামের আগে তাই সৌদি শব্দটি যুক্ত হয়ে যায়।
এদিকে একটা সময় তিশাকে পছন্দ করতেন প্রাণ রায়। কিন্তু এখন ঘটক পেশায় এসে নিজের পছন্দের সেই পাত্রীকে বলছেন অন্য কাউকে বিয়ে করার কথা। এমন মজার গল্পে নির্মাণ হচ্ছে নাটকটি।
কোন চ্যানেলে নাটকটি দেখা যাবে জানতে চাইলে নির্মাতা জানান, ঈদে দর্শক বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে সাত পর্বের বিশেষ এই ধারাবাহিক নাটকটি দেখতে পারবেন।