জর্জিয়ায় চিলড্রেন ফিল্ম ফেস্টিভালে বাংলাদেশের ২ চলচ্চিত্র
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
কৃঞ্চ সাগর ও কাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত জর্জিয়ার রাজধানী তিবিলিসিতে আগামি ২৯ মে বসছে ইন্টারন্যাশনাল চিলড্রেন এন্ড ইয়ুথ ফিল্ম ফেস্টিভাল ২০১৯ ( গোল্ডেন বাটারফ্লাই) এর আসর। এ আসরে বাংলাদেশের তৌফিকুল ইসলাম পরিচালিত ছবি ‘মেডিসিন’ ও কাব্য করিম পরিচালিত ‘একলা থাকার দিন’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে মনোনয়ন পেয়েছে। উৎসবের দক্ষিন এশিয়া অঞ্চলের কো-অর্ডিনেটর মনজুরুল ইসলাম মেঘ কালচারাল ইয়ার্ডকে বিষয়টি জানিয়েছেন।
২৯ মে থেকে শুরু হয়ে পর্যন্ত ১ জুন চলবে এ উৎসব। ১৯ বছরের কম বয়সী বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতাদের চলচ্চিত্র এ উৎসবে প্রতিযোগিতা করবে। উৎসবে ডকুমেন্টারী, ফিকশন, এ্যানিমেশন এই তিন কাটাগরির সর্বোচ্চ ৭ মিনিট দৈর্ঘ্যের সিনেমা প্রদর্শিত হবে।
এ বিষয়ে মনজুরুল ইসলাম মেঘ জানান, ‘বাংলাদেশ থেকে তৌফিকুল ইসলাম পরিচালিত ছবি ‘মেডিসিন’ ও কাব্য করিম পরিচালিত ‘একলা থাকার দিন’ চলচ্চিত্র দুটি প্রতিযোগিতা করবে সারা বিশ্বের সাথে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ থেকে সিনেমা জমা পড়লেও বাংলাদেশ থেকে দুটি এবং ভারত থেকে তামনির সিং পরিচালিত “এ ওয়াক আপ কল” সিনেমাটি প্রতিযোগিতার জন্য মনোনিত হয়েছে।’