ছোটপর্দার ঈদ আয়োজনে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এক অন্যতম অনুষঙ্গ। ঈদ আসবে কিন্তু এই অভিনেতার কোন নাটক থাকবেনা তা হয়না অনেক বছর ধরেই। টিভি পর্দার অধিকাংশ সময় ধরেই থাকেন তিনি। এবার বেশ অনেকগুলো টিভি নাটকে হাজির হচ্ছেন জনপ্রিয় এ অভিনেতা। বিশেষ করে মোশারফ করিম অভিনীত নাটক জমজের সিক্যুয়াল ‘জমজ ১১’ নিয়ে এবারও পর্দায় উপস্থিত হবেন তিনি।
ঈদের তৃতীয় দিন আরটিভি তে রাত ৮ টা ৩৫ মিনিটে দেখানো হবে ‘জমজ ১১’। এছাড়া এবারও ঈদের ২য় দিন রাত পৌনে এগারোটায় বাংলাভিশনে দেখানো হবে সিক্যুয়াল সেই রকম কাচ্চিখোর। এছাড়া সিক্যুয়াল উগান্ডা মাসুদ, আমি তো সে না একুশে টিভির পর্দায় দেখানো হবে। ঈদের ২য় দিন বাংলাভিশনে বিকাল ৫ টা ১৫ মিনিটে আমাদের দিনরাত্রি, রাত ৭ টা ৫০ মিনিট জন শাহ মুভিজ, ঈদের ৩য় দিন চ্যানেল আই তে বিকাল সাড়ে ৪ টায় টেলিছবি স্পট রাইটার দেখানো হবে।
এদিকে ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত এশিয়ান টিভিতে রাত ১০ টা ২০ মিনিটে নাটক আল্টিমেটাম, আরটিভির পর্দায় রাত ৯ টা ৪০ মিনিটে তালমিছ্রি? না হাওয়াই মিঠাই, বাংলাভিশনে সন্ধ্যা ৬ টা ৪১ মিনিটে 3210 অ্যাকশান, রাত ১০টায় আমি তো সে না দেখানো হবে।
এছাড়া নাগরিক টিভিতে ঈদের দিন ৭টা ৪০ মিনিটে গুডবয়, চ্যানেল আইতে ঈদের ৬ষ্ট দিন দুপুর আড়াইটায় হাসির পাত্র, বাংলাভিশনে ঈদের চতুর্থ দিন দুপুর ২টা ১০ মিনিটে গোপন থাক সত্য দেখানো হবে। ভদ্রলোক, ছায়াসঙ্গী, দরদী মজনু বলে কথা, মাইকেল মামা মধু খালা, দ্যা রিভেল কাউ, কালচারাল মামাসহ আরও বেশকিছু নাটক ও টেলিছবি রয়েছে মোশাররফ করিম অভিনীত।