ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব’র ছোট ভাই দর্পণ দ্বীপের বাসার একটি রুম থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে মোহাম্মদপুরের শেখেরটেকের ভাড়া বাসায় গিয়ে ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ দেখতে পায় পুলিশ। দ্বীপ আত্নহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা।
এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আহমেদ জানিয়েছেন, শেখেরটেকের একটি বাসায় স্ত্রী ও বাচ্চাসহ ভাড়া থাকতেন দর্পণ। ভোররাতে তার আত্মহত্যার খবর শোনে সেখানে যায় পুলিশের একটি টিম। সরেজমিনে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখা যায় দর্পণকে। সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এরপর সোহরাওয়ার্দি হাসপাতালে পোস্টমর্টেম শেষে বৃহস্পতিবার দুপুরে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
কিন্তু কেন আত্নহত্যা করলেন দর্পণ দ্বীপ এ ব্যাপারে কিছুই জানা যায়নি।