গেল বছর পুলিশের দুঃসাহসিক অভিযান নিয়ে ‘ঢাকা অ্যাটাক’ নির্মাণ করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন নির্মাতা দীপঙ্কর দীপন। বক্স অফিসেও ছবিটি ব্যাপক হিট হয়েছিলো। প্রশংসিত নির্মাতা দীপন এবার র্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। ছবির নাম ‘অপারেশন সুন্দরবন’।
বৃহস্পতিবার রাজধানীর গুলশানের একটি রেস্তোরায় চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।
দীপঙ্কর দীপন জানান, র্যাবের সাহসি অভিযান নিয়ে নতুন এই ছবির নাম ‘অপারেশন সুন্দরবন’। চলতি বছরের নভেম্বরে ‘অপারেশন সুন্দরবন’-এর শুটিং শুরু হবে। ইতিমধ্যে ছবিটির কাস্টিং সম্পন্ন হয়েছে। সব ঠিক থাকলে আগামী বছরে ছবিটি দেশব্যাপী মুক্তি পাবে বলে নির্মাতার আশাবাদ। র্যাব ফোর্সেস ওয়েলফেয়ার ট্রাস্ট ও থ্রি হুইলারস যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে।
‘অপারেশন সুন্দরবন’ বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে একসময়ের জলদস্যুদের উৎপাত ও তাদের বিরুদ্ধে র্যাবের অভিযান পরিচালনাকে কেন্দ্র করে নির্মিত। ছবিতে উঠে আসবে একসময় সুন্দরবন ছিল সাধারণ মানুষের জন্য ভয়ের একটি জায়গা। র্যাবের চৌকষ বাহিনীর একের পর এক অভিযানে এখন সুন্দরবন দস্যুমুক্ত হয়েছে। র্যাবের এই দুঃসাহসিক অভিযানই সিনেমাটির মূল উপজীব্য বিষয়।