জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’ অনুষ্ঠানে শান্তনু মৈত্র’র সুরে এবার আরেকটি মৌলিক গানে কন্ঠ দেবেন বাংলাদেশী জনপ্রিয় অংশগ্রহণকারী প্রতিযোগী মাইনুল আহসান নোবেল। এ অনুষ্ঠানের আরও দুজন প্রতিযোগী কলকাতার গৌরব সরকার আর উত্তর চব্বিশ পরগনার অঙ্কিতা ভট্টাচার্য ৯ জুন সারেগামার পর্বে পরিবেশন করেন প্রথম মৌলিক গান। কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের কবিতার সুরারোপ করেছেন জনপ্রিয় সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত। আর দ্বিতীয় গানটি আগামী ১৫ জুন গাইবেন নোবেল। এর আগে সৃজিতের ‘ভিঞ্চিদা’ সিনেমায় অনুপম রায়ের সুরে প্রথম মৌলিত গানে কন্ঠ দেন নোবেল। এটি তারি দ্বিতীয় মৌলিক গান।
অ্যাসিড আক্রান্ত নারীদের জীবন এবং তাদের লড়াইকে কেন্দ্র করে শান্তনু মৈত্র’র সুরে ‘সারেগামাপা’র মঞ্চে গাইবেন নোবেল। গানটি লিখেছেন শ্রীজাত। বিষয়টি জি বাংলা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে নিশ্চিত করেছেন।
এ বিষয়ে এই অনুষ্ঠানের বিচারক শান্তনু মৈত্র বলেন, ‘এই গানের জন্ম নোবেলের কথা চিন্তা করেই। নোবেল নিজেকে সেই জায়গায় নিয়ে এসেছেন। এর পরিকল্পনা পরিচালক অভিজিত। এই গানের কথাগুলো দুজন অ্যাসিড আক্রান্তের। যারা নিজেদের অতীতকে সঙ্গী করে অগ্নিকন্যার মতো পথ হাঁটছেন। তারা একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালাচ্ছেন। তাদের মতো নিপীড়িতদের সাহস জোগাচ্ছেন।’
এ বিষয়ে নোবেল জানান, এর আগে অনুপম রায় ‘ভিঞ্চিদা’ ছবিতে তাকে দিয়ে প্লেব্যাক করান। এরপর শান্তনু মৈত্রের সুরে এথন তিনি গান করছেন। এ জন্য নিজেকে ভাগ্যবান মনে করেন নোবেল। এমন একটা বিষয়ের ওপর কাজ করতে পেরে নিজের ভালো লাগা প্রকাশ করে নোবেল বলেন, ‘জি বাংলা ও সারেগামার মঞ্চের কাছে আজীবন ঋণী হয়ে রইলাম।’