‘অপারেশন সুন্দরবন’ নামের নতুন এক ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপঙ্কর দীপন-এ খবর এখন পুরনো। তবে নতুন খবর হচ্ছে এর আগে তিনি আরেকটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছেন। এ ছবিতে চিত্রনায়ক বাপ্পী চৌধুরী অভিনয় করছেন। চলচ্চিত্রটির নাম ‘ঢাকা ২০৪১’। একাধিক সূত্রে এমন খবর পাওয়া গেছে।
তবে এখনও এ ব্যাপারে নির্মাতার কাছ থেকে কিছু জানা যায় নি। তবে সূত্র বলছে, প্রাথমিকভাবে এ ছবির নাম ঠিক করা হয়েছে ‘ঢাকা ২০৪১’। যেখানে উঠে আসবে ২০৪১ সালে ঢাকার প্রেক্ষাপট। জানা যাবে অজানা বিস্ময়ের অনেক দিক।
এ ছবির জন্য বাপ্পী চৌধুরী বিগত কয়েক মাস ধরে প্রস্তুতিও নিচ্ছেন বলে জানা গেছে। শারীরিকভাবে নিজেকে তৈরি করছেন বাপ্পী। অ্যাকশন ও থ্রিলারধর্মী এ ছবির জন্য বাপ্পী গ্রুমিংও করেছেন। এ ছবির কাজে বর্তমানে বাপ্পী চৌধুরী কলকাতায় আছেন।
জানা যায়, নতুন এ ছবিতে কয়েকমাস আগে বাপ্পী চৌধুরী চুক্তিবদ্ধ হয়েছেন। এ ছবিতে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও নুসরাত ফারিয়াকে দেখা যাবে বলে সূত্র জানায়। ২৫ জুন থেকে এ ছবির শুটিং শুরু হওয়ার কথা চলছে।