দেশের প্রতিভাবান তরুণ চলচ্চিত্র নির্মাতাদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য ছবি নিয়মিত প্রদর্শনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শর্টফিল্ম ফোরাম। প্রদর্শনীর হল, প্রজেক্টর, সাউন্ড সিস্টেম, প্রকাশনা এবং প্রচারণাসহ আনুষঙ্গিক সকল সহযোগিতা বিনা খরচে প্রদান করবে সংগঠনটি। এমন কী টিকিট বিক্রি থেকে আয়ের পুরো অর্থটাই নির্মাতাকে দিয়ে দেয়া হবে।
দেশের যে কোনও অঞ্চলের তরুণ নির্মাতা এ আয়োজনে অংশ নিতে পারবেন। আগ্রহীদের আগামী ৩০ জুনের মধ্যে নির্মাতার নাম, চলচ্চিত্রের নাম ও দৈর্ঘ্য লিখে ০১৯১১৭৭৩৩৩৩ -এই নাম্বারে এসএমএস করতে হবে। পরবর্তীতে বাংলাদেশ শর্টফিল্ম ফোরামের পক্ষ থেকে নির্মাতার সাথে যোগাযোগ করা হবে।
এ বিষয়ে শর্টফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান বলেন, একজন তরুণ স্বাধীন চলচ্চিত্র নির্মাতাকে প্রতিনিয়ত নানাবিধ প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। কখনও চিত্রনাট্য ও কলাকুশলী তৈরি থাকলেও টাকার অভাবে শুটিং শুরু করা যায় না। কখনও বা শুটিং শুরু হলেও তা মাঝপথে আটকে যায়। শুটিং শেষ তো আর্থিক কারণে পোস্টের কাজ আটকে থাকে। নির্মাণের পর সবচেয়ে বড় সমস্যা হয় প্রদর্শন নিয়ে। যে সকল তরুণ নির্মাতা শিল্পমাধ্যম চলচ্চিত্রের মাধ্যমে সামাজিক-নান্দনিক ভূমিকা রাখছেন তাদের সহায়তার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এখন থেকে প্রতি সপ্তাহে নিয়মিত এই আয়োজন করা হবে বলে জানিয়েছেন শর্টফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান।