যুক্তরাষ্ট্রের একটি অভিনয় কর্মশালায় যোগ দিতে ২৫ জুলাই ঢাকা ছেড়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়ক আরেফিন শুভ। কর্মশালায় অংশ গ্রহণ শেষে সেখানে একটি অনুষ্ঠানে পারফর্ম করবেন তিনি। আগামী ২৮ আগস্ট দেশে ফিরবেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত এই নায়ক।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি অভিনয় বিষয়ক স্কুলে মাসব্যাপী কর্মশালায় অংশ নিচ্ছেন শুভ।
এ বিষয়ে আরিফিন শুভ বলেন, ‘সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যারা বড় অভিনেতা-অভিনেত্রী হয়েছেন সবাই শেষ পর্যন্ত অভিনয় শিখেছেন। তাই আমি জীবনের শেষ দিনটি পর্যন্ত শিখতে চাই। যত শিখবো তত আমার ভেতরের অভিনেতা সত্ত্বার বিকাশ ঘটবে।’
এদিকে প্রতি বছর লস অ্যাঞ্জেলসের বসবাসরত প্রবাসী বাঙালি কমিউনিটির উদ্যোগে বঙ্গ সম্মেলন নামে দাতব্য অনুষ্ঠানের আয়োজন করে। সেই অনুষ্ঠানে এবার যোগে দেবেন ঢালিউড অভিনেতা শুভ।
বর্তমানে আরিফিন শুভ ‘মিশন এক্সট্রিম’ ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন। ছবিটিতে তার সঙ্গে জুটি বেধে অভিনয় করছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। ‘সাপলুডু’ নামে আরেকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।
এ ছাড়া ‘জ্যাম’ নামে আরেকটি ছবিতেও কাজ করছেন শুভ। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়িকা পূর্ণিমা। শুভ-পূর্ণিমার পাশাপাশি সিনেমায় ফেরদৌস ও টলিউডের ঋতুপর্ণাসহ আরও অনেক তারকা অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করছেন।