কলকাতার লোকসভা নির্বাচনের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন টলিউডের জনপ্রিয় দুই নায়িকা মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। মঙ্গলবার (২৫ জুন) বিজয়ী এমএলএ হিসেবে লোকসভায় অংশ নেন তারা। তারা বাংলায় শপথ বাক্য পাঠ করেন। শপথ বাক্যের শেষে তারা দু’জনই বলে উঠেন ‘জয় বাংলা’!
শপথ গ্রহণের পর মিমি চক্রবর্তী সকলকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এক নতুন অধ্যায় শুরু করলাম। আগামী দিনেও এভাবেই সবাই আমার পাশে থাকবেন।
এদিকে বিয়ের পর চূড়া ও সিঁদুর পরে শপথ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সদ্য বিবাহিত সাংসদ নুসরাত। তার হাতের মেহেদিও ছিলো গাঢ়। মিমির পরনে ছিল সাদা কামিজ।
তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় মিমি চক্রবর্তী ও নুসরাত জাহানের নাম আসার পর থেকেই বিতর্কে জড়িয়ে পড়েন তারা। কথা বলার ভঙ্গি, পোশাক এ সব নিয়ে বারবার ট্রল হয়েছেন তারা।