দুই বাংলায় তুমুল জনপ্রিয় কলকাতার জীবনমুখী গানের শিল্পী নচিকেতার কথা ও সুরে বাংলাদেশের অনেকেই গান গেয়েছেন এর আগে। এবার তার কথা ও সুরে গান গাইবেন ঢাকার শিল্পী আশিকুর রহমান।
নচিকেতার ‘জীবনে যে মুখ ভেসে যায়/ ফিরে ফিরে আসে বারবার’-এমন কথা ও সুর করা গানে কণ্ঠ দিবেন আশিকুর।
এ ব্যাপারে আশিকুর জানান, তিনি বৃহস্পতিবার (২৭ জুন) কলকাতায় নচিকেতার বাসায় গেছেন। সেখানে গানটি নিয়ে কথা হয়। এ গান গাইতে নচিকেতার সাথে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
আশিকুর জানান, এটি শীঘ্রই মিউজিক ভিডিও হিসেবে তার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। এই গানের মধ্য দিয়ে আশিকুর নিজের ইউটিউব চ্যানেলেরও যাত্রা শুরু করতে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
এই শিল্পী বলেন, গানটিতে একটা জায়গায় ‘আজি ঝরঝর মুখর বাদল দিনে’ ব্যবহার করা হয়েছে, যা গানের আবহটিতে একেবারে ভিন্নমাত্রা যোগ করেছে।
আশিকুর ছোটবেলা থেকেই গান করেন। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে তার প্রথম অ্যালবাম ‘আসবো ফিরে আবার’ । রাজেসের সুরে গানের কথা লিখেছেন রাজীব আহমেদ ও প্রদীপ সাহা। তার দ্বিতীয় অ্যালবাম ‘পলাতক পরী’ গানের কথা ও সুর করেছিলেন প্রতিথযশা সুরকার ও সঙ্গীত শিল্পী আহমেদ ইমতিয়াজ বুলবুল।