ধর্মীয় কারণে সিনেমা ছাড়ার ঘোষণায় আলোচনা-সমালোচনায় জাইরা
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
‘দঙ্গল’ এবং ‘সিক্রেট সুপারস্টার’ খ্যাত বলিউডের সর্বকনিষ্ঠ অভিনেত্রী জাইরা ওয়াসিম রবিবার সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়ে সিনেমা থেকে অব্যাহতি নেয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ধর্মীয় কারণে তিনি সিনেমা ছাড়ছেন। সিনেমা করার কারণে তিনি ধর্মীয় বিশ্বাস থেকে দূরে সরে যাচ্ছিলেন। এখন থেকে তিনি ধর্ম কর্ম মেনে চলবেন। তার এ ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।
তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অল ইন্ডিয়া শিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মাওলানা ইয়াসুব আব্বাস বলেছেন, জাইরার সিদ্ধান্তকে সাধুবাদ জানাই এবং সব অভিনেত্রীদেরই অনুরোধ করছি তারা যেন অন্তরের কথা শোনে এবং অভিনয়ের মতো কাজ ছেড়ে দেয়। এ সময় তিনি বলেন, নারীদের পোশাক কেমন হওয়া উচিত তা ১৪০০ বছর আগেই নির্ধারণ করা হয়েছে। এটা শুধু জাইরা ওয়াসিম এর জন্য নয়, বরং সব মুসলিম নারীদের জন্যই। তারা কী করছে সেই ব্যাপারে তাদের ভেবে দেখা উচিত।
অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রধান মওলানা সাজিদ রশিদি অবশ্য একটি সমালোচনার তীর ছুঁড়েছেন। তিনি প্রশ্ন করে বলেন, জাইরা অভিনয়ে আসার আগে কোনো মওলানার সঙ্গে কেন কথা বলে নেননি? অভিনয় শুরু পরে অনেকেই তাকে বলেছিলেন যে তিনি ভুল করছেন। তারপরেও তিনি কেন অভিনয় ছাড়েননি? আবার এখন কেন ছাড়লেন? তিনি বলেন, জাইরা যদি এই কাজটি নিজের পরবর্তী চলচ্চিত্রের প্রচারণার জন্য করে থাকে, তাহলে তার আবারও ভাবা উচিত। কারণ নিজেকে জনপ্রিয় করার উদ্দেশ্যে ইসলামকে ব্যবহার করা জঘন্য কাজ।