নিজস্ব প্রতিবেদক :
শুক্রবার রাজধানী ঢাকাসহ সারাদেশের ৩৭ হলে মুক্তি পাচ্ছে চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা সোহানা সাবা অভিনীত চলচ্চিত্র ‘আব্বাস’। বৃহস্পতিবার বিকেলে পরিচালক সাইফ চন্দন ও নিরব বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকার ভিতবের হলগুলো হচ্ছে, স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা), ব্লক বাস্টার সিনেমাস (যমুনা), বলাকা, মধুমিতা, সেনা, রাজমনি, শাহীন, এশিয়া, পুনম, গীত, পূরবী ও মুক্তি।
ঢাকার বাইরে- রানিমহল (ডেমরা), গুলশান (নারায়নগঞ্জ), চম্পাকলি (টংগী), বর্ষা (জয়দেবপুর), নিউ গুলশান (জিঞ্জিরা), মালঞ্চ (টাঙ্গাইল), বনলতা (ফরিদপুর), আলমাস (চট্টগ্রাম), অভিরুচি (বরিশাল), দর্শন (ভৈরব), শাপলা (রংপুর), মানসী (কিশোরগঞ্জ), মাধবী(মধু পুর), রজনীগন্ধা (চালা), রুপকথা (শেরপুর), পুরবী (ময়মনসিংহ), রাজিয়া (নাগরপুর), শংখ (খুলনা), লিভার্টি (খুলনা), রাজ (কুলিয়ারচর), বিজিবি (সিলেট), হ্যাপী (লক্ষীপুর), মুন (হোমনা), মোহন (হবিগঞ্জ) ও মেহেরপুর টকিজ (মেহেরপুর)।
পুরান ঢাকার একটি গলিতে দাঁড়ানো নিরব একজন সন্ত্রাসীর লুকে দাঁড়িয়ে। গলায় ঝোলানো লকেটে একটি আঙুল রেখে অন্য হাতে ভর দিয়েছেন কোমরে।–পোস্টারে এমন লুকেই হাজির হয়েছিলেন চিত্রনায়ক নিরব।
‘আব্বাস’ নামের এক ছেলের বেড়ে ওঠা ও তার সন্ত্রাসী হয়ে ওঠা এমন একটি কাহিনীকে ঘিরে আবর্তিত ছবিটির প্রেক্ষপট। এতে নাম ভূমিকায় নিরব।
এ ব্যাপারে চিত্রনায়ক নিরব জানান, ছবিতে পুরান ঢাকার সন্ত্রাসী ‘আব্বাস’ চরিত্রে অভিনয় করছেন তিনি। যে সাধারণ একজন গ্রামের ছেলে শহরে এসে একটি গ্যারেজে কাজ শুরু করে। সেখান থেকে একজন সন্ত্রাসী হয়ে উঠে সে।
প্রায় এক বছর পর নতুন ছবি মুক্তিতে উচ্ছ্বসিত নিরব। তিনি বলেন, অনেক দিন হলো আমার অভিনীত নতুন ছবি মুক্তি পাচ্ছে না। তাই এ ছবিটির জন্য আমার শুভাকাঙ্ক্ষী ও দর্শকরা অপেক্ষায় আছেন। আমিও প্রতিক্ষায় ছিলাম। এবার সবার অপেক্ষার অবসান হচ্ছে।
এদিকে অ্যাকশন-রোমান্টিক ঘরানার এই ছবিটি পুরোপুরি মৌলিক গল্পের বলে দাবি করেছেন পরিচালক সাইফ চন্দন ও নিরব।
ছবিটিতে নিরবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা সোহানা সাবা। এবারই প্রথম চলচ্চিত্রে জুটি বেধেছেন নিরব-সাবা।
সিনেমাটি প্রযোজনা করেছে ঢাকা ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্ট। ‘আব্বাস’ ছবিটিতে আরও অভিনয় করেছেন ডন, আলেকজান্ডার বো, সমাপ্তি মাসুক, সূচনা আজাদ, তাসনিয়া, নুসরাত পাপিয়া, শিমুল খানসহ অনেকে।