বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন নাটকের শক্তিমান অভিনেতা মোশাররফ করিম। ছোটপর্দা ও বড়পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। দু’জনকে নিয়ে আলাদাভাবে নাটক নির্মাণ করেছেন হালের আলোচিত নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। এবারই প্রথম তাদের দু’জনকে একসঙ্গে নিয়ে নাটক পরিচালনা করতে যাচ্ছেন তিনি। নাটকের নাম ‘এটাই ভালোবাসা’।
ইতোমধ্যেই নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। গত ১ ও ২ জুলাই রাজধানী ঢাকাতে শুটিংয়ের কাজ শেষ করেছেন নির্মাতা, কলকূশলী ও নাটক সংশ্লিষ্টরা।
নির্মাতা বান্নাহ জানান, ৭ বছর পর গত ঈদুল ফিতরে মোশাররফ করিমকে নিয়ে দুইটি নাটক নির্মাণ করেন তিনি। এবার ঈদুল আযহায় তাকে নিয়ে নির্মান করেছেন আমার ৬টি নাটক। ইতোমধ্যে তিনটি নাটকের শুটিং শেষ করেছেন, খুব শিগগিরই বাকিগুলোর কাজও শেষ হবে।
‘এটাই ভালোবাসা’ নাটকটি প্রসঙ্গে তিনি বলেন, ‘এই নাটকটির গল্প ভালোবাসার। তবে তা গতানুগতিক ধারার চেয়ে একটু ভিন্ন ধাচের। এতে মোশাররফ ভাইকে তার প্রকৃত বয়সের একজন পুরুষ হিসেবে দেখা যাবে। আর তিশা আপা নাটকে একজন বুদ্ধি প্রতিবন্ধীর চরিত্রে অভিনয় করেছেন। দু’জনই চমৎকার অভিনয় করেছেন। এই জুটিকে নিয়ে প্রথমবার কাজ করতে পেরে বেশ ভালো লাগছে।’
‘এটাই ভালোবাসা’ নাটকের শুটিংয়ে
মোশাররফ-তিশা ছাড়াও এই নাটকে স্বপ্না, রত্না খান, মিঠু রহমান ও সাগর হুদাসহ আরও অনেকে অভিনয় করেছেন ।
কবে এবং কোথায় নাটকটি প্রচারিত হবে জানতে চাইলে মাবরুর রশিদ বান্নাহ জানান, আসন্ন ঈদুল আযহায় আরটিভিতে পর্দায় এটি প্রচারিত হবে।
উল্লেখ্য, ২০১২ সালে মোশাররফ করিমকে নিয়ে বান্নাহ’র প্রথম নাটক ছিলো ‘দি আর্টিস্ট’। ওই বছরই তিশাকে নিয়ে প্রথম নাটক ‘ফায়ার ফ্লাই’ নির্মাণ করেন তিনি।