সাবেক রা্ষ্ট্রপতি, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।
সংগঠনটির মহাসচিব বদিউল আলম খোকন এক বিবৃতিতে বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভোগার পর রোববার (১৪ জুলাই) সকাল ৭টা ৪৫মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তার মৃত্যুতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি গভীর শোক প্রকাশ করছে।
এ সময় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, শনিবার সকাল পৌনে আটটায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচএ) ৮৯ বছরে মারা যান এরশাদ। তবে সাবেক এ স্বৈরশাসকের মৃত্যুতে সমবেদনার পাশাপাশি বিরুপ মন্তব্যও করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই।