চলচ্চিত্রে নায়কের সঙ্গে একটি চুমুর দৃশ্যে অভিনয় করতে হয়েছে ভারতের দক্ষিণী সিনেমার চিত্রনায়িকা রশ্মিকা মন্দনার। সেই দৃশ্য দেখে বাস্তবে বাগদান হওয়া কন্নড় অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে বিয়ে ভেঙ্গে গেলো ওই নায়িকার।
তেলেগু চলচ্চিত্র ‘গীত গোবিন্দম’-এ অভিনয় করে ভারতের দক্ষিণী অঙ্গনে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন রশ্মিকা মন্দনা। সেই ছবি হিট হওয়ার পর পরই কন্নড় অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে বাগদান হয় তার। কিন্তু জানা গেছে ‘ডিয়ার কমরেড’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করছিলেন রশ্মিকা। সেখানে নায়কের সঙ্গে একটি চুমুর দৃশ্য ছিল তার। সেই দৃশ্য করার পরপরই তাদের বিচ্ছেদ হয়।
কয়েক মাস আগে ছবিটির টিজার মুক্তি পায়। কিছুদিন আগে মুক্তি পায় ট্রেইলার। ট্রেইলারে দেখা যায় ব্লকবাস্টার ‘অর্জুন রেড্ডি’ খ্যাত নায়ক বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে চুম্বনদৃশ্যে অভিনয় করেছেন রশ্মিকা। আর সেটিই নাকি মানতে পারেননি রশ্মিকার হবু স্বামী রক্ষিত শেঠি।
ঘনিষ্ঠ সূত্র বলছে, রক্ষিত শেঠি হবু বউয়ের এ চুমুর দৃশ্য মানতে পারছেন না । যদিও এ বিষয়ে রক্ষিত বা রশ্মিকা কেউই মুখ খোলেননি। এদিকে আরেকটি সূত্রের খবর, ঘনিষ্ঠ দৃশ্যের কারণে নয়, নানা কারণে বেশকিছুদিন ধরে রশ্মিকা মন্দনা আর রক্ষিত শেঠির সঙ্গে মনোমালিন্য চলছিল। তাঁদের দুই পরিবারের মধ্যে কিছু ব্যাপারে মতপার্থক্যও চলছিল।