জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেও খবর পায়নি কাশ্মীরি শিশুশিল্পী
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
আট বছর বয়সী কাশ্মীরি শিশু আরশাদ রেশি শিশুশিল্পী হিসেবে পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে এখনও খবরটি জানতে পারেননি শিশুটি। কাশ্মীরের কঠোর সামরিক নিরাপত্তা জারিতে রাজ্যটিতে মোবাইল ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ায় আগের দিন থেকে সেখানে কারফিউ জারি করা হয়। কাশ্মীরের সঙ্গে পুরো পৃথিবীর যোগাযোগ এখন একপ্রকার বিচ্ছিন্ন। আরশাদ আমিন ভাটের গল্প অবলম্বনে নির্মিত ফোন নাম্বার ৭৮৬ সিনেমায় অভিনয় করে। বাবা নিখোঁজ হলে আল্লাহর কাছে ফোন করে তাকে ফিরিয়ে দিতে বলে সে। এমন মর্মস্পর্শী দৃশ্য দিয়ে দর্শকের মন কেড়ে নেয় আরশাদ।
এ সিনেমার গল্প গড়ে উঠেছে সামরিক নিয়ন্ত্রিত কাশ্মীর নিয়েই। সেনাসদস্যদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সম্পর্ক নিয়ে এ ছবির গল্প।
শুক্রবার এ পুরস্কার ঘোষণা করা হয়। এতে সেরা শিশু শিল্পী হিসেবে নাম ঘোষিত হয় আরশাদের। তাকে এই সুসংবাদ পৌঁছাতে পারেননি নির্দেশক আইজাজ খান। তিনি জানান, “তাকে অনেকবার ফোনে পেতে চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার সব ফোন নম্বর অচল রয়েছে।”