নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা ও আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক। এবার তার জীবন ও মৃত্যুর রহস্য নিয়ে নির্মাতা সৃজিত মুখার্জি নির্মাণ করেছেন সিনেমা ‘গুমনামী’। কলকাতার বর্ষীয়ান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনয় করেছেন সুভাষচন্দ্র বসুর চরিত্রে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিসব উপলক্ষে ‘গুমনামী’র টিজার প্রকাশিত হয়েছে ইউটিউবে। এতে দেখা যায় হুবহু নেতাজি রূপে হাজির হয়েছেন প্রসেনজিৎ।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ‘গুমনামী’ সিনেমার জন্য প্রসেনজিৎ’কে বেশ ঝুঁকি নিতে হয়েছে। ওজন বাড়ানো থেকে মেকআপ সবকিছুতেই প্রচুর পরিশ্রম করেছেন তিনি। সিনেমাটির জন্য প্রায় তিন ঘণ্টা পরিশ্রম করে অর্থোডেনটিস্ট ও প্রস্থেটিক দিয়ে প্রসেনজিৎ’কে নেতাজির চেহারা এনে দিয়েছেন মেকআপ শিল্পী সোমনাথ কুণ্ডু। নেতাজি রূপে প্রসেনজিৎ অঞ্জু ধর ও চন্দ্রচূড় ঘোষের লেখা ‘কোনানড্রাম’ বই থেকে অনুপ্রাণিত হয়ে সৃজিত ‘গুমনামী’ নির্মাণ করেছেন। কথিত আছে, ১৯৭০ সালের দিকে ভারতের উত্তর প্রদেশে গুমনামী বাবার আর্বিভাব ঘটে। কেউ কেউ বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুই ছিলেন এই গুমনামী বাবা । এই ধারণার উপর ভিত্তি করেই নির্মিত হয়েছে ছবিটির চিত্রনাট্য।
টিজার প্রসঙ্গে সৃজিত বলেন, নেতাজি বিমান দুর্ঘটনায় মারা যাননি এবং এখনও বেঁচে আছেন। এই কথা ছোটবেলা থেকে শুনে আসছি। এখনও সেই চর্চা অব্যাহত। তার মৃত্যু আজও রহস্য। সিনেমার চিত্রনাট্য লেখার সময় যে অনুভূতির মধ্যে দিয়ে গিয়েছি আশা করবো সিনেমাটি দেখার পর দর্শকেরও সেই একই উত্তেজনা হবে।
‘গুমনামী’ চলচ্চিত্রটি আসন্ন দুর্গা পূজাতে মুক্তি পেতে যাচ্ছে বলে যাচ্ছেন নির্মাতা সৃজিত। এতে প্রসেনজিৎ ছাড়া অনির্বাণ ভট্টাচার্য ও তনুশ্রী চক্রবর্তীসহ আরও অনেকে অভিনয় করেছেন।