ভারতের শিলিগুড়িতে বুধবার (২১ আগস্ট) থেকে শুরু হচ্ছে গ্লোবাল ফিল্ম ফেস্টিভাল ২০১৯। এ উৎসবে বাংলাদেশের তিনটি বাংলা সিনেমা দেখানো হচ্ছে।
ছবিগুলো হলো, হাসিবুর রেজা কল্লোল পরিচালিত শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘সত্তা’, ইমপ্রেস টেলিফিল্মের ‘ইতি, তোমারই ঢাকা’, পিপলু খানের ‘হাসিনা: অ্যা ডটারস টেল’।
এছাড়া বাংলাদেশী তারকা জয়া আহসান অভিনীত ভারতীয় ছবি ‘কণ্ঠ’ ও আরিফিন শুভ অভিনীত ভারতীয় ছবি ‘আহা রে’ দেখানো হবে উৎসবে।
উৎসবটি ২৫ আগস্ট পর্যন্ত চলবে। উৎসবের ২য় দিন সন্ধ্যা ৬টায় দেখানো হবে ‘সত্তা’, উৎসবের শেষ দিন বিকাল চারটায় দেখানো হবে জয়া আহসান অভিনীত ‘কণ্ঠ’ ও উৎসবের দ্বিতীয় দিন দুপুর ১২টায় শুভ অভিনীত ভারতীয় ছবি ‘আহা রে’ দেখানো হবে ।
এবারের উৎসবে বিভিন্ন দেশের মোট ৩৬টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও ২৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হবে। ২২ আগস্ট অনুষ্ঠিত হবে ফ্যাশন শো। বাংলাদেশ, ভারত ও নেপালের শীর্ষস্থানীয় মডেলরা সেখানে শীর্ষস্থানীয় ডিজাইনারদের পোশাক নিয়ে উপস্থিত হবেন।