‘মুজিব মানে মুক্তি’ নাটকের মাসব্যাপী প্রদর্শনী শুরু হচ্ছে আজ বুধবার (২৮ আগস্ট) থেকে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত-বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
‘মুজিব মানে মুক্তি’ বঙ্গবন্ধুর মহান সংগ্রামী জীবনের একটি ঐতিহাসিক নাট্যাখ্যান । লিয়াকত আলী লাকীর গ্রন্থনা, পরিকল্পনা, সুর সংযোজন ও নির্দেশনায় এই নাট্যাখ্যান দেশের বিভিন্নস্থানে অনুষ্ঠিত হবে।
মাসব্যাপী এই আয়োজনের শুরুর দিন বুধবার (২৮ আগস্ট) তিনটি প্রদর্শনী হবে। ঢাকা, গোপালগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় এ প্রদর্শণী অনুষ্ঠিত হবে।
‘মুজিব মানে মুক্তি’ বঙ্গবন্ধুর মহান সংগ্রামী জীবন-ভিত্তিক নাটক। এই নাটকের মূল ভাবনা আবহমান বাংলার হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি, শোষণ-বঞ্চনা, দ্রোহ ও মুক্তির স্বপ্ন বিনির্মাণ। ব্রিটিশ বিরোধী আন্দোলন, তেইশ বছরের পাকিস্তানি অপশাসন, একাত্তরের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর সাড়ে তিন বছরে দেশ গঠন এবং তার মহাপ্রয়াণ এই নাটকের উপাত্ত।
এ বিষয়ে নির্দেশক লিয়াকত আলী লাকী বলেন, ‘ইতিহাস নির্ভর নাট্য নির্মাণ চিরকালই কঠিন কাজ। আর একজন মহাপুরুষের সংগ্রামী জীবন নিয়ে শিল্প নির্মাণ আরও কঠিন। ইতিহাসের শিল্পিত উপস্থাপন ও জাতির পিতার একটি জাতি ও দেশ নির্মাণ ও তাঁর মহাপ্রয়াণে নিরীক্ষাধর্মী শিল্প শৈলী, নানা ইমেজ ও কোরিওগ্রাফের ভেতর দিয়ে উপস্থাপনই এই প্রযোজনার মূল কর্ম। ইতিহাসের সত্যের চেয়ে শিল্পের সত্য অনেক বেশি শক্তিশালী। এই কাজটির মাধ্যমে একটি আবেগ আশ্রিত কাব্যিক শিল্প উপস্থাপন করার চেষ্টা করেছি।’