ঢালিউডের দুই জনপ্রিয় অভিনয়শিল্পী ফেরদৌস ও পূর্ণিমার ছবি ‘গাঙচিল’ মুক্তি পাচ্ছে ডিসেম্বরে। নোয়াখালীতে বর্তমানে ছবিটির শ্যুটিং চলছে। ছবিটিতে ফেরদৌস সাংবাদিক চরিত্রে ও নায়িকা পূর্ণিমা একজন এনজিও কর্মীর চরিত্রে অভিনয় করছে।
গত ১৯ আগস্ট থেকে নোয়াখালীর বিভিন্ন স্থানে এটির তৃতীয় লটের কাজ চলছে। এরপর সেখানেই চতুর্থ ও পঞ্চম লটের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন ছবিটির নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামূল। নির্মাতা জানান, ছবির কাজ শেষ করে আগামী ডিসেম্বরেই ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছে আছে।
ছবিতে ফেরদৌস ও পূর্ণিমা ছাড়াও আরও অভিনয় করেছেন বর্ষিয়ান অভিনেতা তারিক আনাম খান, অভিনেতা আনিসুর রহমান মিলন, আহসানুল হক মিনুসহ অনেকে।
এছাড়াও ছবিটিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস থেকে ‘গাঙচিল’-এর গল্প নেওয়া হয়েছে।
চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন মারুফ রেহমান ও প্রিয় চট্টোপাধ্যায়।