তারকাদের জীবনের আনন্দময় অজানা গল্প নিয়ে এবার নাগরিক টেলিভিশন আয়োজন করছে ‘আনন্দ বৈঠক’ নামের নতুন একটি অনুষ্ঠান। আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) থেকে নাগরিক টিভিতে অনুষ্ঠানটি সম্প্রচার শুরু হচ্ছে। এখন থেকে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি নিয়মিত সম্প্রচার করা হবে।
নাগরিক টিভির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু জানান, দেশের প্রায় সব তারকাকে পর্যায়ক্রমে এই অনুষ্ঠানে দেখা যাবে। ইতোমধ্যে তৌকীর আহমেদ, কোনাল, মিশা সওদাগর ও শেহতাজের পর্বগুলোর শুটিং শেষ হয়েছে। তারা প্রত্যেকেই নিজেদের জীবনের আনন্দময় গল্পগুলো শেয়ার করেছেন ‘আনন্দ বৈঠক’ অনুষ্ঠানে।