নিজস্ব প্রতিবেদক :
চিত্রনায়ক সালমান শাহ’র ২৩তম মৃত্যুবার্ষিকীতে শুক্রবার (৬ সেপ্টেম্বর) সালমান শাহ মৃত্যু রহস্য উদঘাটনের জোর দাবি জানিয়েছেতাঁর ভক্তরা। সালমান শাহ’র মৃত্যু স্বাভাবিক নয়, হত্যাকান্ড এমন দাবি করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিচার ত্বরান্বিত করার দাবিও জানান তারা।
শুক্রবার বিকাল সাড়ে ৩টায় শাহবাগে ‘টিম সালমান শাহ’র ব্যানারে সমাবেশ করে সালমান ভক্তরা। সালমান শাহ’র মৃত্যুর দুই যুগ পরেও তাঁর মৃত্যু নিয়ে রহস্যের জট খোলেনি। যদিও তাঁর পরিবার ও ভক্তরা একে একটি হত্যাকান্ড দাবি করে আসছে। এ নিয়ে মামলাও হয়। মামলাটি পিবিআইতে তদন্তাধীন রয়েছে।
টিম সালমান শাহ’র ব্যানারে আয়োজিত মানবন্ধন ও সমাবেশে সালমান হত্যাকারীদের বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান ভক্তরা।
এ ব্যপারে ‘টিম সালমান শাহ’ এবং সালমান শাহ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা মাসুদ রানা নকীব জানান, তার মৃত্যু স্বাভাবিক নাকি অস্বাভাবিক এই ধুম্রজাল এখনও কাটেনি। আমরা তার মৃত্যুর কারণ জানতে চাই। মৃত্যুর আগে তিনি নানারকম পলিটিক্সের শিকার হয়েছিলেন। তার জনপ্রিয়তায় অনেকেই ঈর্ষান্বিত হয়ে বয়কটও করে ছিলেন।
তৎকালীন সংবাপত্রের রেফারেন্স টেনে তিনি বলেন, সালমানের মৃত্যুর আগে কয়েকবার তাকে হত্যা চেষ্টা করা হয়েছিলো। তখনকার পত্রপত্রিকার রিপোর্ট তাই বলে। সবমিলিয়ে মিলিয়ে আমরা মনে করি সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে। আমরা এর সুষ্ঠ বিচার চাই। হত্যা করা হলে দায়িদের ফাঁসি চাই।
এদিকে সালমান শাহ’র মৃত্যুদিনে দেশের বিভিন্ন মসজিদ, মাদ্রায় টিম সালমান শাহের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে বলে জানান মাসুদ রানা নকীব।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ বাসায় সিলিং ফ্যানের সাথে তাঁর ঝুলন্ত লাশ পাওয়া যায়। ময়না তদন্ত রিপোর্টে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও তাঁর মৃত্যু নিয়ে রহস্যের ঝট কাটেনি এখনো। সালমান শাহ-এর মৃত্যুর জন্য তাঁর স্ত্রী সামিরাকে অভিযুক্ত করেছেন তাঁর মা নীলা চৌধুরী।
সালমানের বাবা স্ত্রী সামিরা ও আরো কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। এ মামলা এ হাত ও হাত ঘুরে এখন পিবিআইয়ের তদন্তাধীন রয়েছে। ২৩ বছরে অনেক জল ঘোলা হলেও এখনও অমীমাংসিত বাংলা চলচ্চিত্রের এই রাজপুত্রের মুত্যু রহস্য।
সালমান শাহকে নিয়ে আরও নিউজ:
স্বপ্নের নায়ক সালমান শাহ
কালোত্তীর্ণ চিত্রনায়কের ৪৭ বছর
সালমান শাহ প্রয়াণের ২২ বছর