আত্নপ্রকাশ ঘটলো তারকাদের নিয়ে গড়া নতুন সংগঠন ‘ভয়েস অব বাংলাদেশ’। এই সংগঠনের লক্ষ্য সমাজে মানুষের মধ্যে জনসচেতনা বাড়িয়ে স্বস্তি আনা। সম্প্রতি সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ, মেহরিন, চিত্রনায়িকা অঞ্জনা, কাজী শুভ, নদী, নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগসহ অনেকে।
ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব হারুন অর রশীদ ও সংগঠনটির সদস্য সচিব শহীদুল ইসলাম টিটু।
অনুষ্ঠানে উপস্থিত তারকারা বলেন, “ভয়েস অব বাংলাদেশ” একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি সবসময় জনসচেতনতা মূলক কার্যক্রম করে যাবে। এর মধ্যে থাকবে পিতামাতার সাথে সদ্ব্যবহার ও সেবা করা, শিক্ষা খাতের উন্নয়ন করা, বাল্য বিবাহ রোধে সচেতনতা তৈরী করা, সারাদেশে মাদক ও জঙ্গীবাদ বিরোধী সেমিনার-কনসার্ট ও সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সেমিনার, র্যালি ইত্যাদি বাস্তবায়নের মাধ্যমে যুব সমাজ ও তাদের অভিবাবকদের সচেতন করে তোলা।
এছাড়াও সংগঠনটি বিভিন্ন দিবসে উৎসবের আয়োজন করবে হতদরিদ্র মানুষকে সহায়তা প্রদান ও বেকার সমস্যা দূরীকরণে যুবকদেরকে দক্ষ-কারিগর হিসেবে প্রশিক্ষণ প্রদান করে গড়ে তুলবে। এছাড়া যত্রতত্র গাড়ী পার্কিং রোধে সচেতনতা সৃষ্টি করা ও কিশোর অপরাধ ও কিশোর গ্যাং রোধে কিশোরদেরকে সচেতন করে গড়ে তোলাসহ সমাজের নানাবিধ অসঙ্গতি নিয়ে জনসচেতনতা সৃষ্টি করার কাজ করবে এ সংগঠন।