সম্প্রতি গীতিকার নিয়াজ আহমেদ অংশুর নিজস্ব ইউটিউব চ্যানেলে গানের লিরিক্যাল ভিডিও প্রকাশিত হয়েছে। গীতিকার ও প্রকাশক অংশু জানান, আইয়ুব বাচ্চু তার ‘মুহূর্তের মুহূর্তগুলো’ অ্যালবামের জন্য ‘ফোঁটায় ফোঁটায়’ গানটি রেকর্ড করেছিলেন। কিন্তু আকস্মিকভাবে তিনি পৃথিবী থেকে বিদায় নেওয়ায় অ্যালবামটি অপ্রকাশিত থেকে গেছে। তার ভক্তদের কথা ভেবেই ইউটিউবে একটি গান প্রকাশ করা হয়েছে। রক ঘরানার সুর-সঙ্গীতের এই গান অনেকের ভালো লাগবে বলেও আশা করছি।