জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর তথ্যচিত্র নির্মাণ করতে যাচ্ছেন ‘আয়নাবাজি’ খ্যাত পরিচালক অমিতাভ রেজা চৌধুরী। তথ্যচিত্রটির নাম এখনো চূড়ান্ত না হলেও এর ওয়ার্কিং টাইটেল ‘বঙ্গবন্ধু’ থােকছে বলে জানা গেছে।
এ বিষয়ে নির্মাতা অমিতাভ রেজা বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে একটি তথ্যচিত্রের কাজ করব। চিত্রনাট্যের কাজ এখনো চলছে। আগামী সপ্তাহের মধ্যে অনেক কিছুই চূড়ান্ত হয়ে যাবে। শুটিং শেষ করতে দুই-তিন মাস সময় লাগবে বলে ধারণা করছি।’
তবে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত তথ্যচিত্রটি সরকারি কোন প্রজেক্ট নয়, বেসরকারি একটি প্রতিষ্ঠান থেকেই ছবিটি বানানোর উদ্যোগ নেয়া হয়েছে।
সম্প্রতি অমিতাভ রেজা তার নতুন সিনেমা ‘রিকশা গার্ল’ সিনেমা নির্মাণ কাজ সম্পন্ন করেছেন। এটি আগামী বছরের প্রথম দিকে মুক্তির পরিকল্পনা রয়েছে। অমিতাভ এ সিনেমাটি মুক্তির পর নতুন আরেকটি সিনেমা শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।