তারকা দম্পতি চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষার বিবাহিত জীবনের ৮ বছর পূর্ণ হলো আজ। দুই ছেলেকে নিয়ে তাদের সুখের সংসার।
নিজেদের ৮ম বিবাহবার্ষিকী উদযাপন করতে সন্তানদের নিয়ে বর্তমানে তারা অবস্থান করছেন ইতালির রোমে। সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশকিছু ছবি শেয়ার করে সবার কাছে দোয়া চেয়েছেন এ তারকা দম্পতি।
রোমের কলোসিয়ামের সামনে তোলা বেশকিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার দিয়েছেন তারা। এর মধ্যে একটি ছবিতে একে অপরকে ফুল দিয়ে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছেন। অপর একটি ছবিতে তাদের সঙ্গে রয়েছে দুই ছেলে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে অনন্ত ছবি শেয়ার দিয়ে লেখেন, ‘আলহামদুল্লিলাহ, আমাদের বিবাহিত জীবনের ৮ বছর পূর্ণ হলো। আমাদের জন্য দোয়া করবেন। অনন্ত জলিল ও বর্ষা।’
অনন্ত জলিল ও বর্ষা ২০১১ সালে বিয়ে করেন। ২০১৪ সালে তাদের ঘর আলো করে আসে ছেলে আরিজ ইবনে জলিল। ২০০৭ সালে জন্ম হয় দ্বিতীয় সন্তান আবরার ইবনে জলিলের।
২০১০ সালে অনন্ত -বর্ষা জুটির প্রথম সিনেমা ‘খোঁজ দ্য সার্চ’ মুক্তি পায়। এর মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় চিত্রনায়ক অনন্তের ও চিত্রনায়িকার বর্ষার। এরপর তারা করেন চলচ্চিত্র ‘হৃদয় ভাঙা ঢেউ’, ‘দ্য স্পিড’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘মোস্ট ওয়েলকাম টু’ ও ‘নিঃস্বার্থ ভালোবাসা’ । বর্তমানে তারা ইরানের সাথে যৌথ প্রযোজনায় ‘দিন: দ্য ডে’ সিনেমায় অভিনয় করছেন। এ ছবিতে প্রযোজনাও করছেন অনন্ত।