ঢালিউড সুপারস্টার চিত্রনায়ক সালমান শাহ জন্মোৎসব পালন হলো এ বছর। আর পরের বছর পালন করার পরিকল্পনা নেওয়া হয়েছে আরেক প্রয়াত সুপারস্টার নায়ক মান্না স্মরণে ‘মান্না জন্মোৎসব ২০২০’।
এমএআর ক্রিয়েশন এর আয়োজনে ২০১০ সালের ১৪ এপ্রিল প্রয়াত নায়ক মান্নার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী শুরু হবে মান্না উৎসব।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নায়ক মান্নার স্ত্রী শেলি মান্না ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণা সেনগুপ্ত সম্প্রতি এক ভিডিও বার্তায় ‘মান্না জন্মোৎসব ২০২০’ পালনের কথা জানিয়েছেন।
জানা যায়, আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হয়ে এ উৎসব চলবে টানা সাত দিন। এ সময় দেখানো হবে দেশের একাধিক সিনেমা হলে মান্না অভিনীত সাতটি সিনেমা। এ উৎসবটি সারাদেশে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করছে আয়োজক প্রতিষ্ঠান এমএআর ক্রিয়েশন।
২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ মৃত্যুবরণ করেন আম্মাজানসহ অসংখ্য ব্যবসাসফল ছবির চিত্রনায়ক মান্না। সালমান পরবর্তী ইন্ড্রাস্ট্রিতে তিনি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেছিলেন।