আগামী ১৮ অক্টোবর এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২০ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ২৫ অক্টোবর করা হবে বলে জানা গেছে। প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন ১৮ অক্টোবর রাষ্ট্রীয় কিছু কাজে দেশের বাইরে থাকবেন বলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
রোববার (২৯ সেপ্টেম্বর) এমন তথ্য জানা গেছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ গত ২৪ মে শেষ হয়। মেয়াদ শেষ হওয়ার ৩ মাসের মধ্যে তফসিল ঘোষণা করে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তা হয়নি। সর্বশেষ গেল ১৯ সেপ্টেম্বর কার্যকরি কমিটির বৈঠকে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যায়, নির্বাচন ১ সপ্তাহ পিছিয়ে আগামী ২৫ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। এরইমধ্যে তফসিল ঘোষণা হয়েছে। গঠিত হয়েছে ভোটারের খসড়া তালিকা, নির্বাচন কমিশন ও আপিল বোর্ড।
নির্বাচনে ইচ্ছুক সমিতির স্থায়ী সদস্যরা সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে এফডিসিতে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন এখন থেকে।
কেউ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা না দিলেও এখন পর্যন্ত শিল্পী সমিতির নির্বাচনের মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল ও প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমী-ডি এ তায়েব প্যানেল লড়বেন বলে জানা গেছে।