উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হবে আলাউদ্দিন আলীকে
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
ক্যান্সারে আক্রান্ত কিংবদন্তি সুরকার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী। জানুয়ারি থেকে মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। ছিলেন আইসিইউতে। এবার উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড নেওয়া হচ্ছে তাঁকে। আগামীকাল রোববার ব্যাংককের সুকুমভিত হাসপাতালে নেওয়া হবে।
জানা গেছে, এই সঙ্গীতকারের স্ত্রী ফারজানা আলী মিমি ও মেয়ে আদৃতা রাজকন্যা যাচ্ছেন তা সঙ্গে। শিল্পীর স্ত্রী ফারাজানা মিমি জানান, ২০১৫ সালে আলাউদ্দিন আলীর ক্যান্সার ধরা পড়ে। ব্যাংকক হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়েছিল। সেই ক্যান্সার আবারও ফিরে এসেছে শরীরে।
সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলীর কালজয়ী অনেক গান আছে। সেগুলোর মধ্যে ‘একবার যদি কেউ ভালোবাসতো’, ‘যে ছিল দৃষ্টির সীমানায়’, ‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ’, ‘ভালোবাসা যতো বড়ো জীবন তত বড় নয়’, ‘দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়’, ‘হয় যদি বদনাম হোক আরো’, ‘আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার’, ‘সুখে থাকো, ও আমার নন্দিনী হয়ে কারও ঘরনি’, ‘সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ’, ‘বন্ধু তিন দিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না’, ‘যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় এ দেহে প্রাণ আছে’, ‘এমনও তো প্রেম হয়, চোখের জলে কথা কয়’ ইত্যাদি উল্লেখযোগ্য।