সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অবৈধ ক্যাসিনো উচ্ছেদ ও এ ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। এ অভিযান নিয়ে এবার টেলিভিশন নাটক নির্মাণ করেছেন অঞ্জন আইচ। নাটকটির নাম ‘ক্যাসিনো’। এটির গল্প, চিত্রনাট্য ও নির্মাতা অঞ্জন আইচ।
ভিনদেশী এই খেলা আমাদের সামাজিক প্রেক্ষাপটে কতোটা ভয়ঙ্কর ও খারাপ হতে পারে এর বিষয়বস্তুই নাটকটিতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে জানালেন নির্মাতা।
এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, সাঈদ বাবু, সূচনা আজাদ, টুটুল চৌধুরী, নাদিয়া মিম, ওয়াহিদ ইকবাল মার্শাল, মাহবুব শাহীনসহ অনেকে।
গত মঙ্গলবার এ নাটকের কাজ শেষ হয়েছে। শীঘ্রই এটি একটি বেসরকারি টিভি চ্যানেল ও অনলাাইন প্লাটফর্মে প্রচারিত হবে বলে জানা যায়।