ভারতীয় প্রযোজক ও অস্ট্রেলিয়ান অভিনেত্রী নিয়ে ফারুকীর সিনেমা
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’র প্রযোজক হিসেবে যুক্ত হচ্ছেন ভারতের শ্রীহারি সেঠ ও সবচেয়ে বড় চমক থাকছেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী মেগান মিচেল।
সিনেমা দুনিয়ার জনপ্রিয় সংমাদমাধ্যম স্ক্রিন ডেইলি সূত্রে বিষয়টি জানা গেছে। স্ক্রিন ডেইলি জানায়, ‘নো ল্যান্ডস ম্যান’ সিনেমায় দক্ষিণ ভারতীয় একজনের সঙ্গে অস্ট্রেলিয়ান এক নারীর গল্প বলা হয়েছে। সিনেমাটি ইংরেজি ভাষায় নির্মিত হবে বলেও জানায় স্ক্রিন ডেইলি।
এই সিনেমায় এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। তিনি সিনেমাটির সহ-প্রযোজক হিসেবেও থাকছেন।
ছবিটিতে যুক্ত হতে পেরে উচ্ছসিত নওয়াজউদ্দিন সিদ্দিকী তার টুইট বার্তায় বলেছিলেন, ‘একজন অভিনেতার সামর্থ্যের বাইরেও এই প্রজেক্টের সাথে যুক্ত হওয়ার জন্য আমি নিজের ভিতর একটা তাগিদ অনুভব করছিলাম, কারণ আমার মনে হয়েছে এটা এমন একটা সিনেমা অবশ্যই যেটা তৈরি হওয়া দরকার।’
এছাড়া ছবিটির প্রযোজক হিসেবে মোস্তফা সরয়ার ফারুকীর প্রতিষ্ঠান ‘ছবিয়াল’, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও নওয়াজউদ্দিন সিদ্দিকির প্রতিষ্ঠান ‘ম্যাজিক ইফ ফিল্মস’রে নাম আগে থেকে শোনা গিয়েছিলো।
ছবিটির নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী জানান, চলচ্চিত্রটির ৭০ ভাগ শুটিং হবে নিউ ইয়র্কে এবং বাকি ৩০ ভাগ শুটিং হবে ভারত, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ায়।