মোরশেদুল ইসলামের ‘আগামী’র ৩৫ বছর ও ‘চাকা’র ২৫ বছর উদযাপন
প্রকাশের সময় :
বিশেষ প্রতিবেদক :
বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলামের ছবি ‘আগামী’র ৩৫ বছর ও ‘চাকা’র ২৫ বছর পূর্তিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও চলচ্চিত্রম ফিল্ম সোসাইটি যৌথভাবে প্রীতি সম্মিলনীর আয়োজন করেছে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, হায়দার রিজভী, মসিহউদ্দিন শাকের, ড. মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন, চলচ্চিত্র নির্মাতা আকরাম খান, মোস্তফা সারয়ার ফারুকী, নির্মাতা, লেখক ও ফেডারেশন অব ফিল্ম সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুনসহ আরও অনেকে।
অনুষ্ঠানের ভিডিও :
প্রীতি সম্মিলনীতে মোরশেদুল ইসলামের চলচ্চিত্র ও তাঁর ভাবনা নিয়ে আলোচনা করেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকী, চলচ্চিত্র নির্মাতা ও সংগঠক বেলায়াত হোসেন মামুন, নির্মাতা আকরাম খানসহ চলচ্চিত্রের মানুষজন। আলোচনা সভা শেষে চলচ্চিত্র সংশ্লিষ্টরা এক আড্ডায় সামিল হন।