নিজস্ব প্রতিবেদক :
মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় হতবিহ্বল সারাদেশের মানুষ। রাতের আধারে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের এ ছাত্রকে। ঘৃণা ও চাপা ক্ষোভ বিরাজ করছে চারদিকে। প্রতিবাদে ফুঁসছে বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। সচেতন মানুষের সঙ্গে শোবিজের তারকারাও বিস্মিত। তারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ক্ষোভের প্রকাশ ঘটাচ্ছেন। কেউ কেউ রাজপথে নেমে এসে বিক্ষোভের ডাক দিচ্ছেন।
সঙ্গীত, চলচ্চিত্র ও নাট্য জগতের তারকারা এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন। জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪ তম আসরে অংশ নিতে এখন কোরিয়ায়। সেখান থেকে আবরার হত্যাকাণ্ডের ঘটনায় ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। অভিশাপ দিয়েছেন এ হত্যাকাণ্ডের নিন্দায়।
আবরার ফাহাদ হত্যাকাণ্ড নিয়ে শোবিজের তারকাদের প্রতিক্রিয়া :
⇒ বিচার চাই বলে লাভ আছে কিনা জানিনা, তবুও বিচার চাই : শাওন
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের একটি স্ট্যাটাস শেয়ার করেন। তিনি লিখেছেন, ‘‘বুয়েটের নিউজটা মাত্র দেখলাম। দেখে গলাটা শুকাইয়া গেলো। এই সমাজইতো আমরা সবাই মিলে বানাচ্ছি, নাকি? যেখানে আমার মতের বিরোধী হলে তাকে নির্মূল করা আমার পবিত্র দায়িত্ব। আমাদের সামাজিক-রাজনৈতিক-ধর্মীয় নেতারা সবাই মিলে তো এতো বছর এই কামই করছি, এই ভাবেই একটা প্রজন্ম বানাইছি! আর আমাদের এই নির্মূলবাদী মন বানানো হইছে বাংলার বুদ্ধিজীবীদের ওয়ার্কশপে! তাই আমি তোমাদের অভিশাপ দেই!
আমি অভিশাপ দেই কারণ তুমি এই ঘৃণা আর নির্মূল তত্বকে মহৎ বানিয়ে প্রচার করেছো দেশের নামে, জাতীয়তার নামে, ধর্মের নামে, লিঙ্গের নামে, আমার নামে, তোমার নামে!
আমি অভিশাপ দেই তাদের যারা আমাদের সমাজটাকে এই জায়গায় এনে দাঁড় করালো যেখানে অপ্রিয় কথা বলার জন্য সহপাঠীকে পিটিয়ে মেরে ফেলা হয়! আমি অভিশাপ দেই! অভিশাপ দেই! অভিশাপ দেই!
কারণ আমার কিচ্ছু করার ক্ষমতা নাই, কেবল অভিশাপ দেয়া ছাড়া!’’
আবরারের মা ও বাবার ক্রন্দনরত দুটি ছবি শেয়ার করে নাট্যকার মাসুম রেজা লিখেছেন: ‘কান্দিগো মা, কান্দি পিতা, কাঁদিয়া জুড়াই প্রাণ/কবরে শুইয়েছো যারে সেতো আমাদেরও সন্তান’।
নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন: শুভ বিজয়ার এই দিনে মন ভালো নেই। বনানী ছাড়া কোথাও যাইনি, কোথাও না। শুধুই মনে হচ্ছে, এই ছেলেটি (আবরার) আমার সন্তান হতে পারতো। প্লিজ মতের মিল না হলে আমাকে মেরে ফেলেন না, আমাদের সন্তানের উপরেও এই কাজ করেন না। প্লিজ। মা বাবারা সহ্য করতে পারেন না। আমি লজ্জ্বিত,ভীত। সকল সন্তান নিরাপদ থাকুক।
প্রখ্যাত গীতিকার প্রিন্স মাহমুদ আবরারের মৃত্যুতে শঙ্কা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, আবরার ফাহাদ দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্র। সে ঢাকা মেডিকেলেও চান্স পেয়েছিল। ঘুমানোর আগে অন্ত্যত একটা প্রতিবাদ করে ঘুমান। আমাদের বাচ্চারাও বড় হচ্ছে…
আবরারের খুনের বিচার দাবি করেছেন নির্মাতা রেদওয়ান রনি। তিনি লিখেন, এ কোন বাংলাদেশের দিকে যাচ্ছি আমরা? ভিন্নমত হলেই পিটিয়ে মেরে ফেলবেন? অতি উৎসাহী জানোয়ারগুলো দেশের কত বড় ক্ষতি করছে জানে? দৃষ্টান্তমূলক বিচার চাই, অবিলম্বে …।
নিজের ছোট ভাইয়ের সাথে আবরারের তুলনা করে অভিনেত্রী মৌসুমী হামিদ লিখেছেন, আবরার … ছেলে টা মিম (আমার ভাই ) এর বয়সি। যতোবার ওর নিউজ পড়ছি, আবরার এর জায়গায় আমার ভাইটার চেহারা দেখেছি। অসুস্থ লাগছে এখন।
সংগীতশিল্পী কোনাল আবরারের মৃত্যুতে স্তব্ধ। তিনি লিখেছেন, দুবাই ট্রানজিটে বসে চোখে পড়লো নিউজফিড জুড়ে আবরারকে নিয়ে হাহাকার। বিভিন্ন পোর্টালে চোখ বুলাতেই আমি স্তব্দ! দেশে ফেরার আকুতিটা কেমন যেন ম্লান হয়ে গেল…! আমরা মানুষ হয়ে আর কত অমানুষ হবো?
চিত্রনায়ক জায়েদ খান ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে লিখেছেন, যার সন্তান আছে শুধু তারাই কিছুটা হলেও অনুভব করতে পারবেন। দুঃখিত বাবা। আফসোস মানবতা কোথায়…