নিজস্ব প্রতিবেদক :
আসন্ন বাংলাদেশ শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ১৮ পদে ২৭ জন প্রার্থী চূড়ান্তভাবে মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে প্রতিদ্বন্ধী না থাকায় তিন পদে তিনজন বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে সুব্রত, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর ও কোষাধ্যক্ষ পদে রয়েছেন ফরহাদ। তিনজনই মিশা-জায়েদ প্যানেলের।
সোমবার (৭ অক্টোবর) বিকালে নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে। সেখানে ওই তিন পদে তিনজনকে নির্বাচিত ঘোষণা করা হয়। দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীরের একমাত্র প্রতিদ্বন্দ্বী মো. সাইফুলের মনোনয়নপত্রটি সমিতির গঠনতন্ত্রের ৯(৩) ধারায় বাতিল হয়ে গেছে।
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আরও নিউজ :
⇒ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ২৫ অক্টোবর
⇒ শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী মৌসুমী
বাকি ১৮ পদের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকায় সভাপতি পদে মিশা সওদাগর ও মৌসুমী। সাধারণ সম্পাদক পদে আছেন ইলিয়াস কোবরা ও জায়েদ খান। দুটি সহসভাপতি পদে ডিপজল, রুবেল ও নানা শাহ। সহসাধারণ সম্পাদক পদে রয়েছেন আরমান ও সাংকোপাঞ্জা, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে আছেন নূর মোহাম্মদ খালেদ আহমেদ ও মামুনুন ইমন। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জাকির হোসেন ও ডন।
১১টি কার্যকরী সদস্য পদের জন্য ১৪ জন প্রতিদ্বন্ধিতা করছেন। তাঁরা হলেন অরুণা বিশ্বাস, আলীরাজ, আফজাল শরীফ, আসিফ ইকবাল, অঞ্জনা সুলতানা, জয় চৌধুরী, নাসরিন, বাপ্পারাজ, মারুফ আকিব, রোজিনা, রোঞ্জিতা, আলেকজান্ডার বো, জেসমিন ও শামীম খান (চিকন আলী)।
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর প্রধান নির্বাচন কমিশন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমরা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছি। ঘোষিত সময়েই ভোট গ্রহণ হবে।’
উল্লেখ্য, আগামী ২৫ অক্টোবর এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২০ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সমিতির বর্তমান কমিটির মেয়াদ গত ২৪ মে শেষ হয়। মেয়াদ শেষ হওয়ার ৩ মাসের মধ্যে তফসিল ঘোষণা করে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তা হয়নি। সর্বশেষ গেল ১৯ সেপ্টেম্বর কার্যকরি কমিটির বৈঠকে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয় সিনেমা শিল্পীদের এই সংগঠনের।