নিজস্ব প্রতিবেদক :
আজ দশমী। শারদীয় দুর্গাপূজার শেষ দিন। এ দিনে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে রয়েছে পূজার নাটক, চলচ্চিত্র, গানের অনুষ্ঠানসহ নানা আয়োজন। রয়েছে শিশুতোষ ও ধর্মীয় শিক্ষামূলক অনুষ্ঠানও। পুজোর ঘুরাঘুরিতে আনন্দ উদযাপনের পাশাপাশি টেলিভিশনের পর্দার আনন্দ আয়োজনে প্রিয়জনের সঙ্গে সময় কাটাবেন অনেকেই। শেষদিনে পূজার আয়োজনে ছোটপর্দা।
এটিএন বাংলায় বিকাল সাড়ে ৩টায় ড. অরূপ রতন চৌধুরীর একক সংগীতানুষ্ঠান ‘ত্রিনয়নী মা’। উপস্থাপনায় আছেন সেমন্তী সৌমি, প্রযোজনায় নন্দিনী ইসলাম। ৪টায় প্রচারিত হবে শিশুতোষ নৃত্যানুষ্ঠান ‘শারদ মেলা’ । পরিচালনায় নাহিদ রহমান। সাড়ে ৫টায় নাহিদ রহমানের পরিচালনায় নৃত্যানুষ্ঠান ‘শারদীয় শশী’।
পূজা উপলক্ষে দীপ্ত টিভির বিশেষ প্রামাণ্যচিত্র ‘রণদা বাড়ির পুজো’। দুর্গাপূজায় হাজারও মানুষের ঢল নামে টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির আঙিনায়। জাতি-ধর্ম-ধনী-দরিদ্র নির্বিশেষে দেশি-বিদেশি অতিথির আগমন ঘটে। এ বাড়ির পূজা পরিণত হয় মানুষের মিলন মেলায়। পূজা উপলক্ষে মানুষ পাঁচ দিন অপার আনন্দে ডুবে থাকেন।এর সবকিছুই ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থী ও শিক্ষকদের আয়োজনে হয়। এটি নিয়েই এই তথ্যচিত্র নির্মাণ করা হয়েছে। তথ্যচিত্রটি প্রযোজনা করেছেন মেহেদী হাসান সোমেন।
মাছরাঙা টেলিভিশনে মঙ্গলবার রাত ৯ টায় বিশেষ নাটক ‘পরানের লাল পিরান’। জিয়াউর রহমান জিয়ার রচনা ও পরিচালনায় নাটকে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শারমিন জোহা শশীসহ আরও অনেকে। এর গল্পে উঠে এসেছে উৎসবের পেছনের কথা। অনুষ্ঠানে ঢাক বাজিয়ে জীবিকা নির্বাহ করে মিলন। তবে এখন আর তেমন চাহিদা নেই তার। যুগ বদলেছে। আগের মত ঢাকের ব্যবহার নেই। স্ত্রী শশী, এক ছেলে এক মেয়ে নিয়ে তার সংসার। কাজের অভাবে সংসার চালানো কষ্টকর হয়ে গেছে মিলনের জন্য। অনেকে তাকে ঢাক ছেড়ে অন্য কাজ করতে বলে, কিন্তু যত কষ্টই হোক পৈতৃক পেশা বলে ঢাক বাজানো ছাড়তে চায় না সে।
এনটিভিতে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সেলিব্রেটি শো ‘আনন্দময়ীর আগমনে’। সুষমা সরকারের উপস্থাপনায় অংশগ্রহণ করেছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, দেবাশীষ বিশ্বাস, হৈমন্তী রক্ষিত ও মৌটুসী বিশ্বাস। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মৃণাল দত্ত। রাত ৯টা ৫ মিনিটে নাটক ‘দুর্গা ও বন জ্যোৎস্নার গল্প’। অনুরূপ আইচের গল্প ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন সীমান্ত সজল। অভিনয়ে ইরফান সাজ্জাদ, তানজিন তিশা, শর্মিলী আহমেদ, জিয়াউল হাসান কিসলু প্রমুখ।
এছাড়া বাংলাভিশনে রাত ৮টা ১৫ মিনিটে নাটক ‘ভুল কাব্য’। ৯টা ১৫ মিনিটে সাইফুর রহমান কাজলের রচনা ও বিইউ শুভর পরিচালনায় নাটক ‘ব্ল্যাক ডায়মন্ড’ ।
বাংলাভিশনে টেলিছবি ‘পুতুলের সংসার’ রাত ১১টা ২৫ মিনিটে। নাটকের কাহিনীতে দেখা যায় কুমার বা মৃত্তিকা শিল্পী অশোক (মোশাররফ করিম) মূর্তি বানান। তার কাজ হিন্দু সম্প্রদায়ের কাছে বেশ সমাদৃত। সে অঞ্চলের ধনাঢ্য পরিবারের মেয়ে অলকাকে (মিম মানতাসা) ভালোবাসেন অশোক। কিন্তু অলকা কোনোভাবেই পাত্তা দেয় না তাকে। সে যাই বানাতে যায় তা অলকার মতো হয়।
মো. জুয়েল ইসলামের গল্প ভাবনায় নাটকটির চিত্রনাট্য করেছেন সেরেনিওয়াবত শাওন। মাসুদ আল জাবেরের পরিচালনায় নাটকটিতে অশোক চরিত্রে মোশাররফ করিম, অলকার চরিত্রে মিম মানতাসা অভিনয় করেছেন। নাটকটিতে জাহাঙ্গীর ও চাঁদনীও অভিনয় করেছেন।