অনলাইন ভিডিও নির্মাতাদের নিয়ে ওড্যাব এর আহ্বায়ক কমিটি গঠিত
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
অনলাইন ভিডিও নির্মাতাদের নিয়ে গঠিত হলো অনলাইন ডিরেক্টর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওড্যাব) এর আহ্বায়ক কমিটি। বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে এই আহ্বায়ক কমিটি করা হয়।
সভায় সিনে মিডিয়ার কর্ণধার তানভির হাসানকে আহবায়ক, ড্রিমস মিডিয়া ক্লাবের কর্ণধার ওয়াহিদ বিন চৌধুরী, সপ্নীল মিডিয়া ভিশন এর কর্ণধার নুর মোহাম্মদ, ভয়েস এন্ড ভিশন মিডিয়ার কর্ণধার শফিউল বারী রাসেল, ফ্রেন্ডস মিডিয়ার কর্ণধার শাহিন আহমেদ ও দেবাশীষ দেবুকে যুগ্ম আহবায়ক এবং নীহাজ খানকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
অনলাইন নির্মাতাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার জন্য এ সংগঠন করা হয়েছে উল্লেখ করে সভায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশের নাটক ও চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মতো বর্তমান বিশাল আকৃতিতে রুপ নিয়েছে অনলাইন ইন্ডাস্ট্রি। বর্তমানে অনলাইনে নাটক, সিনেমা, শর্টফিল্ম, ওয়েব সিরিজ এবং মিউজিক ভিডিওতে কাজ করে পেশাগতভাবে জীবন-যাপন করছেন লাখ-লাখ মিডিয়ার মানুষ। নাটক ও সিনেমা ইন্ডাস্ট্রির সকল পরিচালকদের ঐক্যবদ্ধতা গড়ে তুলতে গড়ে ওঠে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি এবং ডিরেক্টর গিল্ড। ঠিক একইভাবে অনলাইনের পরিচালকদের ঐক্যবদ্ধতা গড়তে একটি সংগঠন গড়ার জন্য প্রায় দেড় বছর আগে চিন্তাভাবনা করে উদ্যোগ নেন নির্মাতা তানভীর হাসান। পরবর্তীতে অনলাইন পরিচালকদেরকে ঐক্যবদ্ধতা গড়ে তুলতে এ সংগঠন করা হলো।
অনলাইনের সকল পরিচালকদের ঐক্যবদ্ধতা গড়ে তুলে সবাই সবার পাশে থেকে এক সাথে পথ চলতে চান নির্বাচিত আহ্বায়ক কমিটি। অনলাইনের সকল পরিচালকদের সুখ-দুঃখ সবাই মিলেই ভাগাভাগি করে নেয়া ছাড়াও একজন পরিচালকের বিপদ-আপদে, সকল পরিচালকদের সহযোগিতা থাকবে বলেও জানান তারা।
ঐক্যবদ্ধতা গড়তে ‘ওড্যাব’-এর সাথে যুক্ত হয়ে অনলাইনের সকল পরিচালকদের পাশে থাকতে এবং ডিরেক্টর গিল্ড ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি-এর সহযোগিতা আহ্বান করেন নির্বাচিত ‘ওড্যাব’ আহ্বায়ক কমিটি।
সংগঠনটির নবনির্বাচিত সদস্য সচিব নীহাজ খান কালচারাল ইয়ার্ডকে বলেন, তিন মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জানুয়ারিতে সর্ব সম্মতিক্রমে মূল কমিটি গঠন করা হবে।