আজ প্রয়াত চলচ্চিত্র অভিনেতা সিরাজুল ইসলামের জন্মদিন
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক :
প্রয়াত চলচ্চিত্র অভিনেতা সিরাজুল ইসলামের জন্মদিন আজ। ১৯৩৭ সালের ১০ অক্টোবর পশ্চিমবঙ্গের হুগলি জেলায় জন্মগ্রহণ করেন তিনি। দেশ বিভাগের পর পরিবারসহ ঢাকায় চলে আসেন। এরপর বসবাস করতে শুরু করেন ফরাসগঞ্জে। সিরাজুল ইসলামের বাবা ছিলেন সরকারি চাকুরিজীবি। চলচ্চিত্রের পাশাপাশি তিনি মঞ্চ ও টেলিভিশন নাটকেও অভিনয় করতেন। কালচারাল ইয়ার্ড তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানাচ্ছে।
সিরাজুল ইসলামের ক্যারিয়ার শুরু হয় বেতারে। ১৯৫৬ সালে তিনি তখনকার গণসংযোগ বিভাগে যোগ দেন। কিশোর বয়স থেকেই মঞ্চে কাজ শুরু করেন। মহীউদ্দিন পরিচালিত রাজ এলো শহরে চলচ্চিত্রের মাধ্যমে শুরু করেন চলচ্চিত্রজীবন। প্রায় তিনশ সিনেমায় তিনি অভিনয় করেছেন। তিনি ‘নাচঘর’, ‘রূপবান’, ‘উজালা’, ‘নয়নতারা’, ‘চাওয়া পাওয়া’, ‘ময়নামতি’, ‘দর্পচূর্ণ’, ‘বিনিময়’সহ অসংখ্য ছবিতে অভিনয় করেন।
চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘চন্দ্রনাথ’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সিরাজুল ইসলাম। চলচ্চিত্র নির্মাণও করেন তিনি। তার পরিচালিত প্রথম সিনেমা ‘জননী’। বেশ কিছু প্রামাণ্যচিত্রও নির্মাণ করেছেন তিনি। তিনি করাচির ইস্টার্ন ফিল্ম পত্রিকায় ঢাকাস্থ চলচ্চিত্র প্রতিবেদক হিসেবেও কাজ করেছেন।
২০১৫ সালের ২৪ মার্চ ৭৭ বছর বয়সে মস্তিস্কের রক্ত প্রবাহে ব্যাঘাত ঘটায় মারা যান সিরাজুল ইসলাম।