এবার বন্ধ হলো ঢাকার সিনেমাপাড়ার প্রেক্ষাগৃহ রাজমনি সিনেমা!
প্রকাশের সময় :
নিজস্ব প্রতিবেদক:
সিনেমাপাড়া বলে খ্যাত ঢাকার কাকরাইল এলাকায় অবস্থিত রাজমনি সিনেমা হল ৩৬ বছরের ঐতিহ্যকে ধরে রেখেছে। সেই ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ এবার বন্ধ হয়ে গেলো। এই সিনেমা হলের ফ্লোরেই রয়েছে রাজিয়া সিনেমা হল। এটিও এ সপ্তাহে বন্ধ করে দেয়া হবে। ইতিমধ্যে ভাঙা শুরু হয়েছে এই হলের ভবন । এখানে নির্মাণ হবে বহুতল ভবন।
রাজমনি সিনেমা হল সূত্র থেকে এমন খবরই জানা গেছে। এ নিয়ে মন খারাপ কাকরাইলের সিনেমাপাড়ার বাসিন্দাদের। জানা যায়, রাজমণিতে ভালো মানের নতুন চলচ্চিত্র চালানো হতো। আর রাজিয়াতে চলতো পুরোনো হালের সিনেমা। এখানে নিন্মমানের ছবিও চালানো হয়।
গত শুক্রবারে বন্ধ হয়ে যায় ‘রাজমণি’ সিনেমা হল। পুরনো ধাঁচের হলেও নিন্মবিত্ত ও নিন্ম মধ্যবিত্তদের জন্য এই হল ছিলো সিনেমা দেখার উত্তম জায়গা। বহু বছর ধরে ঐতিহ্য ধরে রেখেছিলো সিনেমা হলটি। এবার এ হলের নিয়মিত দর্শকরা এ নিয়ে মন খারাপ করে হলের চারপাশে ঘুরে বেড়ায়।
সিনেমা হলের মালিক আহসানউল্লাহ মণি এ বিষয়ে বলেন, রাজমণি হল থেকে মেশিন এবং বিভিন্ন সরঞ্জাম খুলে ফেলা হয়েছে। রাজমণি সিনেমা হল ভেঙে এখানে নতুন করে বাণিজ্যিক ভবন নির্মাণ করা হবে।
রাজমণি ভবন ভেঙে সিনেপ্লেক্স নির্মাণ করা হবে-এমন খবর শোনা গেলেও হতাশ করলেন আহসান উল্লাহ মণি। তিনি জানান,সেখানে সিনেপ্লেক্স কিংবা আধুনিক থিয়েটার নির্মাণের কোনো পরিকল্পনা নেই।