মারা গেলেন চলচ্চিত্র পরিচালক মুহাম্মদ জাকির খান। শুক্রবার (১৮ অক্টোবর) উত্তরা আহসানিয়া ক্যানসার হাসপাতালে রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকাল তাঁর বয়স হয়েছিলো ৫৬ বছর। অনেক দিন ধরেই টিস্যু ক্যানসার রোগে তিনি ভুগছিলেন বলে জানা গেছে।
চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য ছিলেন তিনি। স্ত্রী ও চার মেয়ে রেখে গেছেন তিনি। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট সংগঠনগুলো তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন।
জাকির খান মোট ১১টি সিনেমা নির্মাণ করেছেন। তাঁর উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে আছে: ‘মন চুরি’, ‘রাঙা মন’, ‘চার অক্ষরের ভালোবাসা’, ‘মনের অজান্তে’ ইত্যাদি। তাঁর দুটি ছবি ‘অন্যায়ের প্রতিবাদ’, ও ‘স্বপ্নের মধ্যে তুমি’ সিনেমার কাজ অসমাপ্ত রেখেই চলে গেলেন তিনি।